ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গেইলের পর ব্রেন্ডন ম্যাককুলাম

প্রকাশিত: ০৬:৫৮, ১০ এপ্রিল ২০১৮

গেইলের পর ব্রেন্ডন ম্যাককুলাম

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ এক মাইলফলক ছুঁলেন ব্রেন্ডন ম্যাককুলাম। ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ক্লাব টি২০ ক্রিকেটে ৯ হাজার রান করলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক। আইপিএলে রবিবার রয়ল্যা চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৭ বলে ৪৩ রানের ইনিংস খেলার পথে ৮ রান করেই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে ম্যাককুলামের রান এখন ৯ হাজার ৩৫। ১১ হাজার ৬৮ রান করে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান গেইল। পরের তিনটি স্থানে যথাক্রমে কাইরন পোলার্ড (৮০৪৮ রান), শোয়েব মালিক (৭৭২৮ রান) ও ডেভিড ওয়ার্নার (৭৬৬৮ রান)। ম্যাককুলাম ৯০৩৫ রান করতে খেলেছেন ৩২৫ ইনিংস। স্ট্রাইক রেট ১৩৭.৮১। ৭ সেঞ্চুরির সঙ্গে ৪৭ ফিফ। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৫৮। আন্তর্জাতিক ক্রিকেট থেকে টি২০ থেকে অবসর নিলেও সেখানে এখনও দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ম্যাককুলাম (২১৪০ রান)। শীর্ষে আরেক কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল (২২৭১ রান)। রবিবার মাইলফলক ছোঁয়ার ম্যাচটি অবশ্য জয় দিয়ে রাঙিয়ে রাখতে পারেননি ম্যাককুলাম। সুনীল নারিনের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতার কাছে হেরে গেছে তার দল বেঙ্গালুরু। তবে এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির মতো খেলোয়াড়ের সঙ্গে একই দলে খেলতে পারাটা ম্যাককুলামের কাছে দারুণ কিছু। ম্যাচের পর ম্যাককুলাম টুইট করেছেন, ‘আমি জানি, আমরা জিততে পারিনি। কিন্তু এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির পাশে খেলাটা দারুণ ব্যাপার। অনেক শ্রদ্ধা। এটা নিশ্চিত যে, আমরা এই মৌসুমের জন্য উন্মুখ হয়ে আছি।’
×