ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএলে আফগান বিস্ময় বালক মুজিব

প্রকাশিত: ০৬:৫৭, ১০ এপ্রিল ২০১৮

আইপিএলে আফগান বিস্ময় বালক মুজিব

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের প্রতিষ্ঠিত সব ক্রিকেটারদের ছাপিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় আফগান লেগস্পিনার রশীদ খান। যুদ্ধবিধ্বস্ত দেশটি রঙিয়ে দিতে হাজির হয়েছেন আরও এক স্পিনার মুজিব-উর রহমান। পরশু সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল অভিষেকের রেকর্ড গড়েছেন আফগান এ ক্রিকেটার। মাত্র ১৭ বছর ১১ দিন বয়সে অভিষিক্ত মুজিব ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আইপিএল খেলার নতুন রেকর্ড গড়েছেন। আইপিএলে আগের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন ভারতীয় সরফরাজ খান (১৭ বছর ১৭৭ দিন)। মুজিবের অভিষেকটাও হয়েছে স্বপ্নের মতো। নিজের তৃতীয় বলেই পেয়েছেন প্রথম উইকেট। ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে পেছনে ফেলে পাঞ্জাবের একাদশে সুযোগ পেয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। শেষ পর্যন্ত তার দলও জিতেছে বড় ব্যবধানে। দু-বছর আগেও রশিদ খানের নামটি বললে চিনতেন না অনেকেই। আফগানিস্তান ক্রিকেটে ঝলক দেখানোর পর আইপিএলের সুবাদে সেই রশিদই এখন ক্রিকেট বিশ্বের আলোচিত এক নাম। মাত্র ১৯ বছর বয়সেই ‘বিখ্যাত’ তকমা এই লেগস্পিনারের ওপর। তারই দেখানো পথে উঠে আসছেন আফগান ক্রিকেটের আরও এক বিস্ময় স্পিনার, মুজিব-উর রহমান। এমনিতেই আফগানিস্তানের মতো ছোট দলের খেলোয়াড়। বয়সটাও মাত্র ১৭ বছর। এই বয়সেই আইপিএলের মতো আসরে মুজিব সুযোগ পাওয়া যে কেবল প্রতিভার জোরেই, সেটি সহজেই অনুমান করা যায়। প্রতিভার ঝলক দেখাতেও সময় নেননি এই বিস্ময় স্পিনার। আইপিএল অভিষেকে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে একটি ম্যাচ খেলেই সবার নজরে চলে এসেছেন মুজিব। তরুণ মুজিবের বোলিং দেখে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ বীরেন্দ্রর শেবাগের মতো কিংবদন্তি। ভারতের সাবেক মারকুটে ওপেনার বলেন, ‘সে দারুণ একজন তরুণ স্পিনার, অবশ্যই আইপিএলে ছাপ রাখবে। শ্রীলঙ্কার অজন্থা মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন যখন অন্তর্জাতিক ক্রিকেটে এসেছিল, তখন তাদের বিস্ময় বোলার হিসেবেই দেখা হতো। তারাও বড় প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে।’ আফগানিস্তানের খেলোয়াড় কিংবা বয়স কম বলে কিন্তু মুজিবকে কম দামে কেনেনি কিংস ইলেভেন পাঞ্জাব। ৪ কোটি রুপীতে তাকে নিয়েছে দলটি। ঝলক দেখাতে পারলে পরেরবার হয়ত দাম আরও বাড়বে! সবচেয়ে কম বয়সে আইপিএল অভিষেকের তালিকাÑ মুজিব-উর রহমানÑ ১৭ বছর ১১ দিন, সরফরাজ খানÑ ১৭ বছর ১৭৭ দিন, প্রদীপ সাঙ্গওয়ানÑ ১৭ বছর ১৭৯ দিন, ওয়াশিংটন সুন্দরÑ ১৭ বছর ১৯৯ দিন, রাহুল চাহারÑ ১৭ বছর ২৪৭ দিন। গত ফেব্রুয়ারিতে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে) ৫ উইকেট শিকারের রেকর্ড গড়ার পথে পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুসকে পেছনে ফেলেন মুজিব। ১৯৯০ সালের ২৯ এপ্রিল মাত্র ১৮ বছর ১৬৪ দিন বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রান খরচায় ৬ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন ওয়াকার। ২৮ বছর যা অক্ষত ছিল। রেকর্ড ভাঙ্গা হয়ত সম্ভব। তবে কেউ কি ভাবতে পেরেছিলেন আফগানিস্তানের কেউ সেটি করবেন? কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সেটা করে দেখিয়েছেন একুশ শতকে জন্ম নেয়া মুজিব-উর রহমান। ৫/৫০Ñ গত ১৬ ফেব্রুয়ারি সেই শারজায় জিম্বাবুইয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে মাত্র ১৬ বছর ৩২৫ দিন বয়সে ওয়াকারের রেকর্ড ভাঙ্গেন তিনি।
×