ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রোমার প্রতিপক্ষ আজ বার্সিলোনা

লিভারপুলের বিরুদ্ধে ম্যানসিটির অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৬:৫৬, ১০ এপ্রিল ২০১৮

লিভারপুলের বিরুদ্ধে ম্যানসিটির অগ্নিপরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ২০১৭-১৮ মৌসুমের শেষ ষোলো পর্যন্ত দাপট দেখিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের বেশ কয়েকটি ক্লাব। তবে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে দুটি। ম্যানচেস্টার সিটি আর লিভারপুল। টুর্নামেন্টের শেষ আটেই আবার মুখোমুখি হয়ে যায় তারা। এর ফলে সেমিফাইনালে ইংল্যান্ডের এক দলের টিকেট নিশ্চিত হয়ে যায়। লিভারপুল নাকি ম্যানচেস্টার সিটি, শেষ চারে যাচ্ছে কে? তার উত্তর মিলবে আজ। ইউরোপ সেরার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে যে আজই মাঠে নামছে ইংল্যান্ডের দুই দল। তবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার সিটি। তাই আজ স্বাভাবিকভাবেই এগিয়ে থেকে মাঠে নামবে জার্গেন ক্লপের দল। ম্যাচটা হবে সিটিজেনদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে শুরু হবে দুই দলের লড়াই। একই সময়ে আজ মাঠে নামছে বার্সিলোনা-রোমাও। নিজেদের মাঠে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সাকে স্বাগত জানাবে ইতালিয়ান সিরি এ লীগের দল রোমা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ন্যুক্যাম্পে বার্সিলোনা ৪-১ গোলে হারিয়েছিল প্রতিপক্ষকে। প্রথম লেগেই বড় ব্যবধানে এগিয়ে থাকার কারণে মেসি-ইনিয়েস্তারা প্রায় সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে বলে মনে করছেন অনেক ফুটবলবোদ্ধাই। তারপরও ম্যাচটা যেহেতু ইতালিতে, প্রতিপক্ষের মাঠে আর্নেস্তো ভালভার্দে তাই বেশ সতর্ক। রোমা সফরের আগে নিজেদের প্রস্তুতিটা সেরে নিয়েছে দারুণভাবে। শনিবার লা লিগায় লেগানেসের মুখোমুখি হয়েছিল বার্সিলোনা। সেই ম্যাচে প্রতিপক্ষকে ৩-১ গোলে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের দল। লেগানেসের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দেন বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। তার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই এদিন বার্সিলোনা বড় ব্যবধানে হারায় তুলনামূলক খর্ব শক্তির দল লেগানেসকে। স্প্যানিশ লা লিগায় এটা তাদের টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও। লেগানেসের বিপক্ষে ম্যাচে নতুন একটা রেকর্ডও গড়েন এলএম টেন। এক যুগেরও বেশি সময় পর লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ ছয়টি সরাসরি ফ্রি-কিকে গোল করার রেকর্ড গড়েন তিনি। তার আগে ২০০৬-০৭ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন তারই সাবেক ক্লাব সতীর্থ রোনাল্ডিনহো। এর আগের দুই কোয়ার্টার ফাইনালেই হেরেছিল রোমা। সর্বশেষ এক দশক আগে ইউরোপ সেরার এই টুর্নামেন্টের শেষ আট থেকে বিদায় নিয়েছিল। অন্যদিকে গত চার মৌসুমের মধ্যে তিনবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় বার্সিলোনাও। যদিওবা এর আগে ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে টানা ছয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে জায়গা করে নেয় কাতালান জায়ান্টরা। গত মৌসুমটা খুব বাজেভাবে শেষ হয়েছিল বার্সিলোনার। কোন শিরোপাই জিততে পারেনি তারা। অন্যদিকে তাদের হতাশায় ডুবিয়ে পাঁচ পাঁচটা শিরোপা জয়ের অবিস্মরণীয় নজির গড়ে জিনেদিন জিদানের দল। এবার অব্যশ লীগ শিরোপা জয়ের খুব কাছাকাছি বার্সা। কোপা ডেল রে’র ফাইনালেও জায়গা করে নিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারলে আবারও ট্রেবল জয়ের নজির গড়বে মেসি-ইনিয়েস্তারা। এক মৌসুমে ঘরোয়া লীগ, কাপ আর চ্যাম্পিয়নস লীগ জেতা চাট্টিখানি ব্যাপার নয়, পরিসংখ্যানই তার প্রমাণ। ক্লাব ফুটবলে এ ত্রিমুকুট জয়ের ইতিহাস কেবল ৮ বার। এ অভিজাত তালিকায় বার্সা প্রথম নাম তুলেছিল ২০০৯ সালে। পেপ গার্ডিওলার অধীনে। অথচ এবার কঠিন চ্যালেঞ্জের মুখে সেই গার্ডিওলা। এ্যানফিল্ডে প্রথম লেগে বড় ব্যবধানে হারায় খুব চাপের মধ্যে রয়েছেন তারা। শুধু তাই নয়, সর্বশেষ ম্যানচেস্টার ডার্বিতেও ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৩-২ গোলে হারের স্বাদ পায় তারা। এই হার নিশ্চিত গার্ডিওলার শিষ্যদের মানসিকভাবে পিছিয়ে দেবে। তবে এখনও আশাবাদী সাবেক বার্সিলোর এই স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘চেষ্টা করতেই এখানে এসেছি আমি। আমরা যে কী করতে পারি সেটা এ মৌসুমের প্রথমার্ধেই দেখিয়েছি। যদিওবা এই মুহূর্তে আমরা যেমনটা খেলছি তা মোটেও ইউরোপিয়ান টুর্নামেন্ট কিংবা প্রিমিয়ার লীগ জেতাটা সম্ভব নয়।’ চ্যাম্পিয়ন্স লীগে কঠিন সময় পার করলেও প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। আর মাত্র এক ম্যাচ জিতলেই লীগ শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসবে সিটিজেনরা।
×