ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এএফসি কাপ খেলতে গুয়াহাটি গেল আবাহনী

প্রকাশিত: ০৬:৫৪, ১০ এপ্রিল ২০১৮

এএফসি কাপ খেলতে গুয়াহাটি গেল আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি কাপের ‘ই’ গ্রুপে ভারতের আইজল ফুটবল ক্লাবের বিপক্ষে ‘এ্যাওয়ে’ ম্যাচ খেলতে সোমবার ভোরে ভারতের গুয়াহাটির উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশের প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। ১১ এপ্রিল ইন্দিরা গান্ধী এ্যাথলেটিক স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই আসরে প্রথম দুই ম্যাচে হেরে কিছুটা পিছিয়ে ঢাকার জায়ান্টারা। তাই এ ম্যাচে ভারতের গত আসরের লীগ চ্যাম্পিয়নদের বিপক্ষে ভাল কিছু করার প্রত্যাশা আবাহনীর। এমটাই জানিয়ে গেছেন আবাহনীর নতুন কোচ সাইফুল বারী টিটু। এ ম্যাচে জয় পেতে নিজেদের সেরাটা দিতেও মুখিয়ে ফুটবলাররা। এএফসি কাপের নকআউট পর্বের স্বপ্নটা দিন দিন ফিকে হয়ে আসছে ঢাকা আবাহনীর। কোন অঘটন কিংবা অতিমানবীয় কিছু না হলে, এই গ্রুপ থেকে মূলপর্বের টিকেট কাটবে ভারতের বেঙ্গালুরু এফসি কিংবা মালদ্বীপের নিউ রেডিয়েন্ট। কারণ আকাশী নীলদের হারের সঙ্গে সখ্য করতে হয়েছে প্রথম দুই ম্যাচে। নিউ রেডিয়েন্ট এবং বেঙ্গালুরুর কাছে প্রতিবারই ০-১ গোলে হরেছে আবাহনী। ২ ম্যাচের প্রতিটিতেই হেরে তাদের পয়েন্ট শূন্য। চার দলের মধ্যে অবস্থান তৃতীয়। তাদের নিচে সমান পয়েন্ট নিয়ে আছে আইজল-ও। তারা হেরেছে নিউ রেডিয়েন্টের কাছে ১-৩ এবং বেঙ্গালুরুর কাছে একই ব্যবধানে। বেঙ্গালুরু এবং রেডিয়েন্টের পয়েন্ট সমান, ৬। পয়েন্ট টেবিলে অবস্থান সুবিধার নয়, তারপরও এত আগেই হাল ছাড়তে নারাজ আবাহনী। গত দুই ম্যাচে যদিও হেরেছে আকাশী-নীলরা। তবে জয়টা প্রাপ্য ছিল সাইফুল বারী টিটুর দলের। প্রতিবারই শেষ সময়ের গোলে হতাশায় পুড়তে হয়েছে ঢাকার জায়ান্টদের। তাই ভারতের আইজল এফসির বিপক্ষে ফুটবলাররা ভুল করতে রাজি নয়। স্বস্তির কথা হলো আইজল এফসিও রয়েছে খাদের কিনারে। দুই ম্যাচের দুটিতেই হেরেছে ৩-১ গোলে। পয়েন্ট টেবিলেও রয়েছে আবাহনীর নিচে। তবে স্বাগতিক বলে তাদের সমীহের চোখেই দেখছেন কোচ টিটু। তাই গত দুই ম্যাচের ভুলগুলো নিয়েই বেশি কাজ করেছেন কোচ। আবাহনীর বয়স ৪৬। সব ধরনের ট্রফি জিতেছে তারা ৩৭ বার। এএফসি কাপে এ নিয়ে দু’বার অংশ নিচ্ছে। গত বার গ্রুপ পর্ব থেকেই বিদায়। কখনই দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি। পক্ষান্তরে আইজলের বয়স ৩৪। সব ধরনের ট্রফি জিতেছে তারা ৪ বার। এএফসি কাপে এবারই প্রথম অংশ নিচ্ছে। এএফসি কাপে ক্লাবের হয়ে এশিয়ান কোটায় একজনসহ মোট খেলতে পারবে চার বিদেশী। যেখানে ঢাকা আবাহনীতে আছে সানডে চিজোবা, এমেকা ডার্লিংটন, এ্যালিসন উদুকা ও জাপানী মিডফিল্ডার সাইয়া কোজিমা। এটি বাড়তি মাত্রা যোগ করবে খেলায়। নিজেদের সেরাটা দিয়ে ভারতীয় দলকে হারাতে আত্মবিশ্বাসী দলের বিদেশী খেলোয়াড়রা। ‘ই’ গ্রুপ থেকে একমাত্র বেঙ্গালুরু বাদে বাকি তিন দলই লীগ চ্যাম্পিয়ন। তাই পরের পর্ব নিশ্চিত করতে হলে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে সব ক্লাবকেই।
×