ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে গুগল হোয়াটসএ্যাপ ১০ বছরে কত টাকা আয় করেছে জানতে চেয়ে রিট

প্রকাশিত: ০৬:১৪, ১০ এপ্রিল ২০১৮

বাংলাদেশ থেকে গুগল হোয়াটসএ্যাপ ১০ বছরে কত টাকা আয় করেছে জানতে চেয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে গুগল, হোয়াটসএ্যাপ, ইয়াহু, এ্যামাজন, ইউটিউব ও ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম গত ১০ বছরে অনলাইনে কত টাকা আয় করেছে এবং এই টাকার ওপরে সরকার কত শতাংশ রাজস্ব (ভ্যাট) আদায় করতে পেরেছে তা জানতে চেয়ে সরকারসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিস পাঠানোর পর এবার একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রীমকোর্টের ছয়জন আইনজীবী এ রিট আবেদনটি করেন। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। রিটকারী ছয় আইনজীবী হলেন, ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির, ব্যারিস্টার মোহাম্মদ কাউসার, এ্যাডভোকেট আবু জাফর মোঃ সালেহ, অপূর্ব কুমার বিশ্বাস, ব্যারিস্টার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ও মোহাম্মদ মাজেদুল কাদের।
×