ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদক ও সন্ত্রাসের পথ থেকে তরুণ সমাজকে ফেরান ॥ মেনন

প্রকাশিত: ০৬:১৪, ১০ এপ্রিল ২০১৮

মাদক ও সন্ত্রাসের পথ থেকে তরুণ সমাজকে ফেরান ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাসের পথ থেকে ফিরিয়ে আনতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার রাজধানীর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা ও মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদকে প্রতিরোধ করার দাবিতে শাহজাহানপুরের আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে গণর‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি, সমাজকল্যাণ মন্ত্রী ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। র‌্যালিটি ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিবির বাগিচা, শাহজাহানপুর আমতলা, প্রধান সড়ক হয়ে সেন্ট্রাল গবর্নমেন্ট বয়েজ স্কুলের সামনে দিয়ে মাহবুব আলী মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র‌্যালির উদ্বোধনী বক্তব্যে মেনন বলেন, তরুণ সমাজ বাংলাদেশের ভবিষ্যত, মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদ এই তরুণ সমাজকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে পরিবার ও সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোটা প্রথা সংস্কারের পেছনে পরিকল্পিত ইন্ধন ॥ কোটা প্রথা বাতিলের দাবিতে চলমান আন্দোলনকে পরিকল্পিত ইন্ধন হিসেবে দেখছে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। সোমবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ সন্দেহের কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বেশ কিছুদিন যাবত কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত তরুণদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার কোটাবিরোধী আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন আক্রমণ, অগ্নিসংযোগ ও বাড়ির আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে উপাচার্য ও তার পরিবারের প্রাণ সংহারের পরিস্থিতি সৃষ্টি হয়’।
×