ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে তিন রাজাকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আইনে মামলা

প্রকাশিত: ০৬:১৩, ১০ এপ্রিল ২০১৮

পটুয়াখালীতে তিন রাজাকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আইনে মামলা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৯ এপ্রিল ॥ পটুয়াখালীর আদালতে আন্তর্জাতিক অপরাধে দায়ের হওয়া মামলাটি আন্তর্জাতিক আদালতে পাঠিয়ে দিয়েছে পটুয়াখালী সদর থানা পুলিশ। থানা পুলিশের তদন্ত আওতায় না পরার কারণে মামলাটি পাঠিয়ে দেয়া হয়। পটুয়াখালীতে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ, পাক হানাদার বাহিনী নিয়ে লুটতরাজ, অগ্নিসংযোগ, নারী ধর্ষণে সহযোগিতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের অভিযোগ এনে মামলাটি করেন সদর উপজেলার শারিকখালী গ্রামের আঃ মজিদ। এতে আলী আকবর রাজা (৭৫), সত্তার প্যাদা (৭৫) ও আউয়াল মৌলভী (৭৪)’র নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮/১০ জনের নামে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের করা হয়। বিচারক মামলাটি পর্যালোচনা করে নালিশী দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানার ওসিকে নির্দেশ দেয়। (মামলা নং সিআর-২১৭/২০১৮ইং)।
×