ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রশাসনিক তৎপরতা লোক দেখানো’

প্রকাশিত: ০৬:১৩, ১০ এপ্রিল ২০১৮

‘খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রশাসনিক তৎপরতা লোক দেখানো’

স্টাফ রিপোর্টর ॥ গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষাকে মামুলি বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত চিকিৎসকরা। তারা বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রশাসনিক তৎপরতার বিষয়টি লোক দেখানো, হঠকারিতামূলক ও বিভ্রান্তি সৃষ্টির সুপরিকল্পিত প্রচেষ্টা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বিশিষ্ট চিকিৎসক সমাজ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। গত ৭ এপ্রিল শনিবার বিএনপি নেত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শাহবাগের বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী কয়েকটি এক্স-রে করা হয়। এ সময় মেডিক্যাল বোর্ডের সদস্যরা ছাড়াও খালেদা জিয়ার কয়েকজন ব্যক্তিগত চিকিৎসকও উপস্থিত ছিলেন। ব্যক্তিগত চিকিৎসকদের মধ্যে নিউরো মেডিসিনের ওয়াহিদুজ্জামান এবং মেডিসিনের এফএম সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির চেয়ারপার্সনের পরিবারের সদস্যদের মধ্যে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই মেয়ে হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। বিশিষ্ট চিকিৎসক সমাজ ব্যানারে এক সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক একেএম আজিজুল হক, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক গোলাম মঈনউদ্দিন, অধ্যাপক মোঃ সাহাবুদ্দিন, অধ্যাপক শাহিদুর রহমান, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোস্তাক রহিম, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক এম এ সালাম।
×