ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৌবিহারে নিম্নমানের মদ খেয়ে ৩ জনের মৃত্যু ॥ অসুস্থ অর্ধশতাধিক

প্রকাশিত: ০৬:১২, ১০ এপ্রিল ২০১৮

নৌবিহারে নিম্নমানের মদ খেয়ে ৩ জনের মৃত্যু ॥ অসুস্থ অর্ধশতাধিক

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ঢাকা ॥ নদীপথে ভ্রমণে গিয়ে মদ পান করে ৩ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক মানুষ। মদ খেয়ে যারা মারা গেছে তারা হলো- জাকারিয়া হাসান জাকির (৩৫), বিপ্লব হোসেন (৪০) ও নৌবিহারে গানের দলের গিটারিস্ট সুমন (২৮)। শুক্রবার কেরানীগঞ্জের আলম টাওয়ার খেয়াঘাট থেকে দিনব্যাপী নৌবিহারে গিয়েছিল এরা। ভাড়া করা লঞ্চযোগে নদী পথে চাঁদপুর পর্যন্ত ভ্রমণ শেষে রাতে সবাই ফিরেন আসেন। নৌবিহারে ৩ শ’র মতো লোক থাকলেও যারা মদ পান করেছেন এদের বেশিরভাগই অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে হাসপাতালে নেয়ার পথে মারা যান জাকারিয়া জাকির ও গিটারিস্ট সুমন। রবিবার সকালে মৃত্যু হয় বিপ্লবের। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ কয়েকটি বেসরকারী হাসপাতালে বাকিরা এখনও ভর্তি রয়েছেন। জানা যায়, গুদারাঘাট খাজা সুপার মার্কেট বন্ধু মহল এর উদ্যোগে নৌবিহারের আয়োজন করে শাহীন, মিঠু, সিদ্দিক ও আরিফসহ আলম টাওয়ার মার্কেটের কয়েক ব্যক্তি। দিনব্যাপী এ নৌবিহারে বুড়িগঙ্গা থেকে চাঁদপুরের মোহনায় ঘুরে আসার প্রোগ্রাম করা হয়। এজন্য জনপ্রতি ৬০০ টাকা করে চাঁদা নেয় আয়োজকরা। শুক্রবার সকালে ৩ শতাধিক নারী-পুরুষ নিয়ে বুড়িগঙ্গা নদীর আলম টাওয়ার ঘাট থেকে ভাড়া করা লঞ্চটি ছেড়ে যায়। দিনব্যাপী নৌবিহারে আয়োজকরা নাচগান, খাওয়া ও মদপানের আয়োজন করে। তবে লঞ্চে মদের আসর বসিয়ে মদ বিক্রি করেন কয়েক ব্যক্তি। এ সময় গণহারে নিম্নমানের মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৫০/৬০ জন। পরে অসুস্থদের মধ্য থেকে ৩ জন মারা যান।
×