ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৬:১১, ১০ এপ্রিল ২০১৮

খুলনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়নের আটলিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গোলাম মওলা শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি তেরখাদা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সংঘর্ষের সময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে তেরখাদা ইউনিয়নের আটলিয়া গ্রামের খামার বিল এলাকায় কৃষক লীগের উপজেলা শাখার সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম ঝিলু মুন্সী ও ইউপি সদস্য গোলাম মওলা শেখের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকেরা ধারাল অস্ত্র দিয়ে গোলাম মাওলাকে এলোপাতাড়ি আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। এ সংঘর্ষে আহত হয়েছেন গোলাম মওলার সমর্থক লিপি বেগম, সোহেল শেখ, সাবিনা ইয়াসমিন ও গোলাম মওলার মেঝ ছেলে খালিদ শেখ। আহতদের মধ্যে সোহেল শেখকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
×