ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৫ মেয়র প্রার্থীসহ ৪৬৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ০৬:১০, ১০ এপ্রিল ২০১৮

১৫ মেয়র প্রার্থীসহ ৪৬৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে অংশ গ্রহণের জন্য সোমবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১৫ জনসহ মোট ৪৬৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে একজন ও সাধারণ ওয়ার্ডে ১০ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন। তবে মেয়র পদে এ পর্যন্ত কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এদিকে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম সোমবার বিকেল পর্যন্ত তার মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানা গেছে। আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বর্তমান মেয়র অধ্যাপক এমএ মান্নান এবং তার পুত্র এম মঞ্জুরুল করিম রনি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, জাতীয় পার্টির (এ) এমএম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী গাজীপুর উন্নয়ন পরিষদের ব্যানারে মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ সানাউল্যাহ, বিএনপি পরিচয়ে সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার এবং ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ ফজলুর রহমান, গাজীপুর মহানগর জাসদের সভাপতি রাশেদুল হাসান রানা, আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাসির উদ্দিন, তরিকত ফেডারেশনের সৈয়দ আবু দাউদ নসনবী হায়দার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মোঃ রুহুল আমিন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মোঃ আব্দুল কাউয়ুম।
×