ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৃথিবীর বাইরে হোটেল

প্রকাশিত: ০৬:০২, ১০ এপ্রিল ২০১৮

পৃথিবীর বাইরে হোটেল

পৃথিবীর বাইরে প্রথমবারের মতো চালু করা হচ্ছে হোটেল। ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান অরিয়ন স্প্যান ঘোষণা করেছে, আগামী চার বছরের মধ্যেই পৃথিবীর কক্ষপথে থাকবে বিলাসবহুল হোটেল এবং পাঁচ বছরের মধ্যে সেখানে অতিথিদের স্বাগত জানানো সম্ভব হবে। কিন্তু এটি সস্তায় উপভোগ করা যাবে না। ১২ দিনের সফরের জন্য মহাকাশ হোটেলটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৫ লাখ মার্কিন ডলার। এই হোটেলটি অতিথিদের শূন্য মাধ্যাকর্ষণ অনুভব, পৃথিবীর অত্যাশ্চর্য দৃশ্যের দিকে তাকানো ও প্রতিদিন গড়ে ১৬টি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা দেবে, পৃথিবীকে প্রতি ৩০ মিনিটে প্রদক্ষিণ করবে এ হোটেল। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় আয়োজিত স্পেস ২.০ সম্মেলনে এই প্রকল্পটির ঘোষণা দেয়া হয়। ‘অরোরা স্টেশন’ নামের এই মহাকাশ হোটেলটিতে একসঙ্গে ছয়জন মানুষ থাকতে পারবে- চারজন অতিথি এবং দুজন ক্রু। অরিয়ন স্প্যান সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্র্যাঙ্ক বাঙ্গার দাবি করেন, তাদের লক্ষ্য হচ্ছে মহাকাশে মানবসম্প্রদায়ের বসবাসের জন্য টেকসই স্থাপনা নির্মাণ করা, যা সকলের ব্যবহার উপযোগী। - ডেইলি মেইল
×