ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজীবের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ০৬:০২, ১০ এপ্রিল ২০১৮

রাজীবের শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাওরান বাজারে দুই বাসের মাঝে চাপায় ডান হাত হারানো রাজীবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। খাবার খাচ্ছে। সবার সঙ্গে অল্প অল্প কথা বলছে। সোমবার দুপুরে তার চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিক্যাল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডাঃ মোঃ শামসুজ্জামান জানান, রাজীবের ‘ফিজিক্যাল’ অবস্থা আগের চেয়ে অনেক ভাল। তিনি জানান, আজ সকালে আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছি। সে চিকিৎসকদের সঙ্গে মোটামুটি কথা বলছে। তাতে মনে হয়েছে, তার ফিজিক্যাল বিহেভিয়র ভালোর দিকে। অধ্যাপক শামসুজ্জামান জানান, আজ সে মোটামুটি খাবার খাচ্ছে। চিকিৎসকরা চেষ্টা করছেন তাকে মানসিকভাবে শক্ত করার জন্য। ইতোমধ্যে সে জেনে গেছে তার হাত নেই। এটা জানার পর মেন্টালি শক খাওয়া স্বাভাবিক। চিকিৎসকরা শক্ত মানসিকতার জন্য তাকে উৎসাহ দিচ্ছেন। রাজীবের খালা হ্যাপী আক্তার জানান, রাজীব এখনও আমাদের সঙ্গে কোন কথা বলেনি। কোন কিছু জিজ্ঞাসা করলে শুধু বলে ‘হুম’। এছাড়া আজ যখন তাকে খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করা হয় তখন সে খেতে চাচ্ছিল না। জানতে চাইলে বলে, পেটে ব্যাথা। আর কিছু বলেনি। উল্লেখ্য, গত মঙ্গলবার বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারী তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়ে ছিল সামান্য বাইরে। হঠাৎই পেছন থেকে একটি বাস বিআরটিসির বাসটিকে পেরিয়ে যাওয়ার বা ওভারটেক করার জন্য বাঁ দিকে গা ঘেঁষে পড়ে। দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা দ্রুত তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন সে হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর দুই বাস চালককে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে রাজীব হোসেনের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সুস্থ হলে তাকে সরকারী চাকরি দেয়ার আশ্বাসও দেন মন্ত্রী। এছাড়া রাজীব হোসেনের চিকিৎসা ব্যয় ওই দুই বাস মালিককে বহন করতে নির্দেশ দেন হাইকোর্ট।
×