ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৫৫, ১০ এপ্রিল ২০১৮

টুকরো খবর

১৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মঞ্জুর আলম, দিদারুল আলম দীলু ও আবু আলম। রবিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের ব্যবহৃত একটি পাজেরো গাড়ি জব্দ করেছে। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। ছয় টন জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কর্ণফুলী থানার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ছয় টন জাটকা ইলিশ জব্দ এবং একজনকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত । সোমবার সকালে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্রে জানানো হয়, সমুদ্র হতে ‘এফভি সীমান্ত-১’ নামের একটি ফিশিং ভেসেলের মাধ্যমে কর্ণফুলীর সদরঘাটে এনে বিপুল পরিমাণ জাটকা ইলিশ মজুদ করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। আটক মেহেদী হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা জাটকা ইলিশের মূল্য প্রায় ২৩ লাখ টাকা। বিদ্যুতের তারে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ৯ এপ্রিল ॥ সোমবার সকাল সোয়া ৯টায় ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামে পল্লী বিদ্যুতের অবৈধ লাইন স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক কৃষক নিহত ও অপর একজন আহত হয়েছেন। আহত মুক্তার হোসেনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ঘটনার সময় বরাইদ গ্রামের বাসিন্দা কাশেম আলীর ছেলে খোকন মিয়া (৪০) গরুর ঘাস কাটতে যায়। এ সময় পল্লী চিকিৎসক রমজান আলীর বাড়ির পল্লী বিদ্যুতের অবৈধ লাইনের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খোকনকে উদ্ধার করতে গিয়ে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মুক্তার হোসেন (৫৫) আহত হন।
×