ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝাড়ু মিছিল

প্রকাশিত: ০৪:৫৫, ১০ এপ্রিল ২০১৮

ঝাড়ু মিছিল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৯ এপ্রিল ॥ কলাপাড়া উপজেলার পায়রা বন্দর লালুয়া ইউনিয়নের পশুরিবুনিয়া গ্রামের নারী-পুরুষ তাদের বাড়িঘরসহ তিন ফসলি কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে। সোমবার সকাল ১০টায় তারা বাংলাদেশ নৌবাহিনীর জমি অধিগ্রহণের কাজ বন্ধের দাবিতে এমন প্রতিবাদ করেছে। এলাকাবাসীর দাবি, বাংলাদেশ নৌবাহিনীর কয়েকজন অফিসার গত বুধবার গ্রামে জমি অধিগ্রহণের জন্য জরিপ কাজে আসেন। কিন্তু গ্রামবাসীর তোপের মুখে তারা ওই সময় ফিরে যান। তবে সোমবার তারা আবার আসার বিষয়ে গ্রামবাসীকে তখন অবহিত করে যান। এ কারণে গ্রামের মহিলা-পুরুষ সংঘবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন। ছিনতাইকারীকে গণপিটুনী স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সোমবার সকালে দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের ফয়সাল হোসেন লিটনের ধান চাতালের সামনে ছিনতাইকারীরা ক্ষুদ্র ব্যবসায়ী পাঞ্চাব আলিকে ছুরিকাঘাত করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় পাঞ্চাব আলির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দু’ছিনতাকারীকে আটক করে গণপিটুনী দেয়। পরে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের থানায় নিয়ে আসে। ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী পাঞ্চাব আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
×