ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানি লন্ডারিং প্রতিরোধ আইন শেয়ারবাজারের অন্তরায় নয় ॥ বিএসইসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:৩৬, ১০ এপ্রিল ২০১৮

মানি লন্ডারিং প্রতিরোধ আইন শেয়ারবাজারের অন্তরায় নয় ॥ বিএসইসি চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ মানিলন্ডারিং প্রতিরোধ আইন শেয়ারবাজারের অন্তরায় নয় বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও বিএসইসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যামেলকো’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, শেয়ারবাজার যদি সন্ত্রাসী কর্মকা বা সন্ত্রাসে অর্থায়ন বা অপরাধলব্ধ অর্থ বৈধ করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়, তবে বিশ্বের কোনও দেশ সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসবে না।’ আর শেয়ারবাজারে ঝুঁকি ও আয় বেশি থাকায় ক্যাপিটাল মার্কেট ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং ও মার্কেট ম্যানুপুলেশনের মাধ্যমে কালো টাকা সাদা করে, তা অন্য খাতে ব্যবহারে ক্যামেলকো কর্তৃপক্ষকে সতর্ক হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান, বিএসইসির কমিশনার মোঃ আমজাদ হোসেন ও ড. স্বপন কুমার বালা। এতে সভাপতিত্ব করেন বিএফআইইউ’র ডেপুটি হেড মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি-র নির্বাহী পরিচালক রুখসানা চৌধুরী ও বিএফআইইউ-এর অপারেশনাল হেড মোঃ জাকির হোসেন চৌধুরী।
×