ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিষয় ॥ প্রাথমিক বিজ্ঞান

প্রকাশিত: ০৪:১০, ১০ এপ্রিল ২০১৮

বিষয় ॥ প্রাথমিক বিজ্ঞান

বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন), সহকারি শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭ মহাবিশ্ব প্রশ্ন: দূরের বস্তুকে স্পস্টভাবে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর : অণুবীক্ষণ যন্ত্র। প্রশ্ন: মহাবিশ্ব কি? উত্তর : পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সীসমূহ, তাদের অন্তর্বর্তী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ এবং শূন্যস্থান (মহাকাশ), এবং তাত্ত্বিক ভাবে নির্ধারিত যদিও তারা সরাসরি পর্যবেক্ষিত নয়; এমন সব কিছু মিলে যে জগৎ তাকেই বলা হয় মহাবিশ্ব। প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর : ৩,৮৪,৪০০ কি.মি.। প্রশ্ন: আলো প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? উত্তর : ৩,০০,০০০ কি.মি.। প্রশ্ন: চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সেকেন্ড সময় লাগে? উত্তর: ১.৩ সেকেন্ড প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান কি? উত্তর: মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়। প্রশ্ন: পৃথিবী থেকে সর্যের দূরত্ব কত? উত্তর: প্রায় ১৫,০০,০০,০০০ কি.মি.। প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত মিনিট সময় লাগে? উত্তর : প্রায় ৮ মিনিট। প্রশ্ন : পৃথিবী সৌরজগতের কি? উত্তর : একটি গ্রহ। প্রশ্ন : কক্ষপথ কাকে বলে? উত্তর : যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আর্বতন করে তাকে কক্ষপথ বলে। প্রশ্ন : বার্ষিক গতি কাকে বলে? উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। প্রশ্ন : সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? উত্তর: ৩৬৫ দিন ৬ ঘন্টা। প্রশ্ন : আহ্নিক গতি কাকে বলে? উত্তর : সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। প্রশ্ন : অক্ষ কি? উত্তর : অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। প্রশ্ন : নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কতো সময় লাগে? উত্তর : ২৩ ঘন্টা ৫৬ মিনিট। প্রশ্ন : দিন রাত কিভাবে হয়? উত্তর : পৃথিবীর আহ্নিক গতির কারনে দিন ও রাত হয়।পৃথিবী তার মেরুরেখার ওপর পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে। এভাবে একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা বা একদিন সময় লাগে। পৃথিবীর এ গতির নাম আহ্নিক গতি। এ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সে অংশে তখন দিন এবং অপর অংশে রাত হয়। প্রশ্ন : চাঁদের দশা বলতে কি বুঝায়? উত্তর : চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। প্রশ্ন : পৃথিবীর একমাত্র উপগ্রহ কি? উত্তর : চাঁদ। প্রশ্ন : উপগ্রহ কি? উত্তর উপগ্রহ হলো সেই বস্তু যা কোন গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়।
×