ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালে বাঁধন ড্রিম ভিশনের ১০ নাটক

প্রকাশিত: ০৪:০৬, ১০ এপ্রিল ২০১৮

নেপালে বাঁধন ড্রিম ভিশনের ১০ নাটক

স্টাফ রিপোর্টার ॥ বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে ১০টি এক ঘণ্টার নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। আগামী ঈদের জন্য নির্মিত নাটকগুলোর নির্বাহী প্রযোজক মোহাম্মদ বোরহান খান। নাটকগুলো পরিচালনা করেছেন দীপু হাজরা ও আসাদুজ্জামান আসাদ। এর মধ্যে ৬টি নাটক পরিচালনা করেছেন আসাদুজ্জামান আসাদ, চারটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকগুলো হলো ‘একদিন এসেছিল নীরবে’ রচনা রূপান্তর, পরিচালনা আসাদুজ্জামান আসাদ, ‘ওয়াও নেপাল’ রচনা অহসান আলমগীর, পরিচালনা দীপু হাজরা, ‘কঙ্কাবতীর আংটি’ রচনা জুয়েল কবির পরিচালনা দীপু হাজরা, ‘সেভেন ডেজ ইন নেপাল’ রচনা পারভেজ ইমাম পরিচালনা দীপু হাজরা, ‘লাফিং বৌদ্ধ’ রচনা জুয়েল কবির, পরিচালনা আসাদুজ্জামান আসাদ, ‘তখন গল্পের তরে জোনাকীর আলো’ রচনা মাসুম শাহরিয়ার পরিচালনা আসাদুজ্জামান আসাদ, ‘খুজে ফিরি আপনায়’ রচনা আহসান আলমগীর পরিচালনা আসাদুজ্জামন আসাদ, ‘তিন রাজকুমার ও এক রাজকন্যা’ রচনা রুম্মান পরিচালনা আসাদুজ্জামান আসাদ, ‘নেপাল স্ট্রেঞ্জার’ রচনা প্রিন্স এ আর পরিচালনা দীপু হাজরা, ‘একটি ম্যাজিক দেখাবো’ রচনা আসাদুজ্জামান সোহাগ পরিচালনা আসাদুজ্জামান আসাদ। নাটকগুলোর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এরফান সাজ্জাদ, আজমেরী আশা, জোভান, তানজিন তিশা, তানভীর, প্রসুন আজাদ, আসিফ মোঃ নজরুল, আহসান আলমগীর এবং নেপালের অভিনয়শিল্পী সাবিনা খানালসহ আরও অনেকে। নাটকগুলো চিত্রগ্রহণে ছিলেন আসাদুজ্জামান আসাদ ও ফুয়াদ নাঈম। সহকারী ছিলেন সুজিত বিশ্বাস। এ প্রসঙ্গে প্রযোজক মোহাম্মদ বোরহান খান বলেন নেপালে ১১ দিনব্যাপী শুটিং হওয়া নাটকগুলোর নির্মাণ চমৎকার হয়েছে। নেপালের কাঠমুন্ডু, ঢুলিখেল, নাটগরকোট, ছৌগার হিল, থামেলসহ বিভিন্ন মনরোম স্থানে নাটকগুলোর চিত্রায়ন হয়েছে। নির্মাতা দীপু হাজরা ও আসাদুজ্জামান আসাদ, ক্যামেরাম্যান এবং শিল্পী কলাকুশলীরা অনেক পরিশ্রম করেছেন। আমি আশা করছি প্রতিটি নাটকই দর্শকরা পছন্দ করবেন। আর দর্শকদের ভাল লাগলেই আমাদের শ্রম স্বার্থক হবে। আসছে ঈদে নাটকগুলো প্রচার হবে বলে তিনি জানান।
×