ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনদুপুরে দুই লাখ টাকা ছিনতাই ॥ নারী আটক

প্রকাশিত: ০৪:০৪, ১০ এপ্রিল ২০১৮

দিনদুপুরে দুই লাখ টাকা ছিনতাই ॥ নারী আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে দিনদুপুরে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে নগরীর জিপিও’র সামনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় জোছনা বেগম নামে এক নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, দুপুরে জিপিও থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন একজন নারী। এরপর জিপিও সংলগ্ন রাস্তায় আসামাত্র আগে থেকে ওঁৎপেতে থাকা জোছনা বেগম নামের ছিনতাইকারী ওই নারীর টাকার ব্যাগটি ছিনিয়ে নেন। ছিনতাইয়ের পর দ্রুত জোছনা একটি অটোরিক্সায় পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহেল রানা বাবু এলাকাবাসীর সহায়তায় জোছনাকে আটক করে পুলিশে খবর দেন। সোহেল রানা বাবু বলেন, ছিনতাইয়ের শিকার ওই নারীর সঙ্গে এক বছরের এক শিশু ছিল। তাকে নিয়ে ব্যস্ত থাকার সুযোগে টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারী। শিলা খনিতে দুর্ঘটনায় শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৯ এপ্রিল ॥ সোমবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল (৩০) নামে মধ্যপাড়া কঠিন শিলা খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। পিতার নাম ফজলে রহমান। পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামে বাড়ি। সকাল ৯টায় প্রতিদিনের ন্যায় তিনি (খনি শ্রমিক) খনির আন্ডার গ্রাউন্ডে কর্মস্থলে নামেন। কাজ করা অবস্থায় উপর থেকে বৃহৎ আকারের শিলা অ-কোষে এসে পড়লে তিনি গুরুতর আহত হন। তৎক্ষণাৎ ভূগর্ভের দায়িত্বরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়েও তাকে সুস্থ করতে পারেননি। পরে তাকে খনির দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির (জার্মানিয়া টেস্ট্রকনসোর্টিয়াম) নিজস্ব এ্যাম্বুলেন্সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।
×