ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএফএ’র চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:০২, ১০ এপ্রিল ২০১৮

বিএফএ’র চেয়ারম্যান

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার তাকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সাবেক জাপানী প্রধানমন্ত্রী ইয়াসু ফুকুডার স্থলাভিষিক্ত হবেন তিনি। চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী লি বাওদোং তাকে এই পদে নিয়োগ দেন। ২০০১ সালে বিএফএ গঠিত হয়। ১৯ সদস্যের বিএফএর বোর্ড অব ডিরেক্টরের ১২ জনই নতুন নির্বাচিত হয়েছেন। - সিনহুয়া প্রতিদিন বাইবেল পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন আট পাতার বাইবেল পড়েন। প্রতি বুধবার গোপনে বাইবেল পড়ার আসর বসে হোয়াইট হাউসে। যদিও তিনি এই পাঠ সমিতির সদস্য নন তাই আলাদা করে তাকে বাইবেল পড়ার ধর্মীয় পাঠ দেন যাজক রালফ ড্রলিংগার। অবশ্য মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা বিভাগ চায় না এ তথ্য সবার সামনে আসুক। যে জন্য ড্রলিংগার নিজেই এই তথ্য জানিয়েছেন। -বিবিসি
×