ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধর্ষণের বিচার দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:০১, ১০ এপ্রিল ২০১৮

ধর্ষণের বিচার দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা

নির্যাতিত নারী ও তার পরিবারের সদস্যরা ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই নারীর অভিযোগ, বিজেপি বিধায়ক ও তার সঙ্গীরা মিলে তাকে গণধর্ষণ করেছে। এর বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় ওই নারী ও তার পরিবার এ পথ বেছে নেন। তবে ওই বিধায়ক অভিযোগ অস্বীকার করেছেন।- ইন্ডিয়া টুডে। নির্যাতিত ওই নারী ও তার পরিবারের অভিযোগ, বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেনগার ও তার ভাই গত বছরের জুনে তাকে ধর্ষণ করেন। এরপর তারা থানায় অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। থানায় অভিযোগ দেয়ার পর তাকে হুমকি দেয়া হয়েছে। বিচারের আশায় তিনি এক বছর ধরে ঘুরছেন। তাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তারা অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। ওই নারীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেনগার। বার্তা সংস্থা এএনআইকে ওই নারী বলেন, আমি ধর্ষণের শিকারের পর এক বছর ধরে অনেকের কাছে গেছি। কিন্তু কেউ আমার কথা আমলে নেননি। অপরাধীরা গ্রেফতার না হলে আমি আত্মহত্যার পথ বেছে নেব। আমি মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কাছেও গিয়েছি। কিন্তু কোন ফল পাইনি। আমরা থানায় অভিযোগ দেয়ার পর হুমকি দেয়া হয়েছে।
×