ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাঙ্গালুরুকে ৪ উইকেটে হারাল কলকাতা

প্রকাশিত: ০৮:৪৬, ৯ এপ্রিল ২০১৮

ব্যাঙ্গালুরুকে ৪ উইকেটে হারাল কলকাতা

জনকণ্ঠ ডেস্ক ॥ সুনীল নারিনের ঝড়ো ফিফটিতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরু ১৭৬ রান করে। দলের পক্ষে ২৭ বলে ৪৩ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম। ৫ ছক্কায় ২৩ বলে ৪৪ রান করেন এবি ডি ভিলিয়ার্স। বিরাট কোহলি করেন ৩৩ বলে ৩১ রান। মনদীপ সিং করেন ১৮ বলে ৩৭ রান। ১৭৭ রান তাড়া করতে নেমেছিলেন সুনীল নারিন ও ক্রিস লিন। দ্বিতীয় ওভারেই মাত্র ৫ রান করে ফেরেন লিন। কিন্তু নারিন ৫ ছক্কা ও ৪ চারে পঞ্চম ওভারেই ফিফটি করে ফেলেন। ১৯ বলে ঠিক পঞ্চাশেই থামলেন ওয়েস্ট ইন্ডিয়ান এই অলরাউন্ডার। দলের রান তখন ৬৫। নারিনের একটু পরে রবিন উথাপ্পাকেও ফিরতে হলো। নিতিশ রানা (২৫ বলে ৩৪) ও অধিনায়ক দিনেশ কার্তিক (২৯ বলে ৩৫*) মাথা ঠা-া রেখে কলকাতা নাইট রাইডার্সকে জয়ের বন্দরে নিয়ে যান। তারা জয়ী হয় চার উইকেটে।
×