ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্পিত সম্পত্তি আইনের নতুন খসড়া নিয়ে সংসদে এমপির ক্ষোভ

প্রকাশিত: ০৮:২৮, ৯ এপ্রিল ২০১৮

অর্পিত সম্পত্তি আইনের নতুন খসড়া নিয়ে সংসদে এমপির ক্ষোভ

সংসদ রিপোর্টার ॥ বহুল আলোচিত অর্পিত সম্পত্তি ভোগ-দখলে নিয়ে নতুন আইনের খসড়া নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। তবে তাৎক্ষণিক জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক সবাইকে আশ্বস্ত করে জানিয়েছেন, ‘খ’ তফসিলের সম্পত্তির বিষয়ে রিট করার সুযোগ থাকলেও নতুন আইনে রিট করার সুযোগ থাকছে না। এরই মধ্যে এ সংক্রান্ত সার্কুলার আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর সরকার দলীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের ক্ষোভের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী আরও জানান, ‘সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে ‘ক’ তফসিল আর ‘খ’ তফসিল নিয়ে একটা বিভ্রান্তি ছিল। এই বিভ্রান্তি দূর করতে আমরা নতুন আইনের খসড়া করে ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আগে ‘খ’ তফসিলভুক্ত ভূমি দখলদারিত্বের সুযোগ একেবারেই বন্ধ করে দেয়ার পর্যায়ে ছিল। তিনি বলেন, নতুন বিধিতে উল্লেখ করে দিয়েছি, ‘খ’ তফসিলভুক্ত ভূমির ব্যাপারে রিট করার সুযোগ থাকলেও রিট চলবে না। এই কথা বলে একটি সার্কুলার ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। অচিরেই এটা বিতরণ শুরু হবে। কাজেই এনিয়ে আর বিতর্ক থাকবে না। তিনি এ ব্যাপারে সংসদে একদিন ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য তুলে ধরার আগ্রহ প্রকাশ করলে স্পীকার তাকে সেই সুযোগ প্রদানের আশ্বাস দেন।
×