ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শূন্য কোটায় হজ নিবন্ধনের সময় ফের বাড়ল

প্রকাশিত: ০৭:৪৪, ৯ এপ্রিল ২০১৮

শূন্য কোটায় হজ নিবন্ধনের  সময় ফের বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় শূন্য কোটায় হজ নিবন্ধনের সময়সীমা আবার বৃদ্ধি করেছে ধর্মমন্ত্রণালয়। সরকারী ব্যবস্থাপনায় ৬৪১ জন এবং বেসরকারী ব্যবস্থাপনায় ৬ হাজার ৩৬০ জনসহ মোট ৭ হাজার ১ জনের শূন্য কোটা পূরণে রবিবার থেকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত সময় বাড়ান হয়েছে। শনিবার ধর্মমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দুটি জরুরী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকারী ব্যবস্থাপনায় ২০১৮ সালের জন্য (হজগাইড ও রাষ্ট্রীয় খরচের হজযাত্রীর সংখ্যা ব্যতীত) হজযাত্রীর নির্ধারিত সংখ্যা ৬ হাজার ৭৪০ জন পূরণের লক্ষ্যে ৬৪১ জনের কোটা খালি আছে। জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরি (২০১৮) এর অনুচ্ছেদ ৩.১.৮ অনুযায়ী ‘পরবর্তী অপেক্ষমাণ তালিকা হতে ক্রম অনুযায়ী খালি (অপূরণকৃত) কোটার সমসংখ্যক প্রাক-নিবন্ধিত হজ গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য আহ্বান করা হবে। অবশিষ্ট ৬৪১ জনের কোটা পূরণের লক্ষ্যে প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের নিবন্ধনের জন্য আহ্বান করা হলো। (সংশ্লিষ্ট প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের বিষয়ে আগে আসলে আগে পাবেন মর্মে সুযোগ দেয়া হবে)। এ ছাড়া ২০১৮ সালে হজে গমনেচ্ছুদের মধ্যে ইতোমধ্যে যারা প্রাক-নিবন্ধন করেও নিবন্ধনে ব্যর্থ হয়েছেন, তারাও অগ্রাধিকারভিত্তিতে নিবন্ধন সুযোগ পাবেন। ৬৪১ জনের কোটা পূরণ হয়ে যাওয়ার পর নতুন করে ব্যক্তি প্রাক-নিবন্ধন করলে তাকে ২০১৯ সালের হজে গমনের জন্য অপেক্ষমাণ থাকতে হবে। অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারী ব্যবস্থাপনায় ২০১৮ সালের হজে বেসরকারী ব্যবস্থাপনার হজ গাইড ও মোনাজ্জেম ব্যতীত নির্ধারিত কোটা ১ লাখ ১৬ হাজার ৬০০ জন পূরণের জন্য ৫ এপ্রিল পর্যন্ত নির্ধারিত প্রাক-নিবন্ধিত তালিকার ক্রমিকের মধ্যে ১ লাখ ১০ হাজার ২৪০ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্ধারিত সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬০০ জন পূরণের জন্য এখনও কোটা খালি আছে। জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৯ হিজরি (২০১৮) এর অনুচ্ছেদ ৩.১.৮ অনুযায়ী পরবর্তী অপেক্ষমাণ তালিকা হতে ক্রম অনুযায়ী খালি (অপূরণকৃত) কোটার সমসংখ্যক প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য আহ্বান করা হবে মর্মে উল্লেখ রয়েছে। মোট ১ লাখ ১৬ হাজার ৬০০ জনের নির্ধারিত সংখ্যার মধ্যে খালি ৬ হাজার ৩৬০ জনের উক্ত কোটা পূরণের লক্ষ্যে প্রাক-নিবন্ধনের ক্রম অনুযায়ী প্রাক-নিবন্ধনের ৩,৭২,৬৫৭ থেকে ৩,৭৮,৫৩২ ক্রমিক পর্যন্ত প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের চূড়ান্ত সময়সীমা রববার থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হলো। জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৯ হিজরি (২০১৮) সালের ৩.১.১৬ অনুযায়ী এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত ক্রমের বাইরে কারও কাছ থেকে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ গ্রহণ করা যাবে না এবং ওই নীতির ৩.১.৮ অনুচ্ছেদ অনুসারে উল্লেখিত তারিখের পরে পরবর্তী ক্রমিক থেকে নিবন্ধন সম্পন্ন করা হবে।
×