ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এরশাদ

প্রকাশিত: ০৭:৪৪, ৯ এপ্রিল ২০১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এরশাদ

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। রবিবার সংসদ অধিবেশন চলাকালীন মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রীর সংসদ কার্যালয়ে গিয়ে তিনি সংসদ নেতার সঙ্গে সাক্ষাত করেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করলেও তাদের মধ্যে ঠিক কী কী বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি। নাম প্রাকাশ না করার শর্তে সংসদের এক কর্মকর্তা জানান, মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তার সংসদের কার্যালয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ তার একান্ত সচিব মনজুরুল ইসলামকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করেন। বৈঠকে কী কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি মনজুরুল ইসলাম। তবে এরশাদের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, সামনে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণও ঘনিয়ে আসছে। এসব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের কথা হতে পারে।
×