ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেপালে বিমান দুর্ঘটনা

আহত শেহরিন ২৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন

প্রকাশিত: ০৫:৪৬, ৯ এপ্রিল ২০১৮

 আহত শেহরিন ২৭ দিন পর হাসপাতাল  থেকে ছাড়া  পেলেন

স্টাফ রিপোর্টার ॥ নেপালে বেড়াতে গিয়ে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদ ২৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্তলাল সেন জানান, রবিবার সকালে তারা শেহরিনকে ছাড়পত্র দেন। গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার উড়োজাহাজ। ওই দুর্ঘটনায় ২৮ বাংলাদেশীসহ ৫১ জন নিহত হলেও বেঁচে যান শেহরিন আহমেদ। এদিকে আহতদের মধ্যে ঢাকার স্কলাসটিকা স্কুলের উত্তরা শাখার জুনিয়র এই প্রোগ্রাম অফিসার শেহরিনকে কাঠমান্ডু মেডিক্যাল কলেজে চিকিৎসা দেয়া হয়। পরে ১৫ মার্চ বিকেলে কাঠমান্ডু থেকে দেশে এনে তাকে সরাসরি ভর্তি করা হয় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে। বিমান দুর্ঘটনায় ২৯ বছর বয়সী শেহরিনের ঘাড়ের নিচ থেকে পিঠসহ শরীরের মোট ১৭ শতাংশ পুড়ে গিয়েছিল। শেহরিন জানান, আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। মৃত্যু কত ভয়ানক তা আমার চেয়ে ভাল কেউ বলতে পারবে না... যদি না কেউ এমন ভয়ানক পরিস্থিতির সম্মুখীন না হয়। আমি দেখেছি কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমারই চোখের সামনে তিনজন মানুষ মুহূর্তেই ফ্ল্যাশ (ছাই) হয়ে গেছে। তিনি জানান, এমন দৃশ্য দেখে আমি কখনই ভাবিনি বেঁচে ফিরব। আমাকে যখন বের করতে দেরি হচ্ছিল তখনই ভাবলাম আর বাঁচব না। চারদিকে অন্ধকার দেখতে পাচ্ছিলাম। আর সেই সঙ্গে ধোঁয়ার গন্ধ। তারপর কখন চোখ বুঝেছিলাম কিছুই বলতে পারব না।
×