ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজীবের হাত বিচ্ছিন্ন রিমান্ড শেষে জেলে বিআরটিসি ও স্বজনের চালক

প্রকাশিত: ০৫:৪৫, ৯ এপ্রিল ২০১৮

রাজীবের হাত বিচ্ছিন্ন রিমান্ড শেষে জেলে বিআরটিসি ও  স্বজনের চালক

বিডিনিউজ ॥ দুই বাসের চাপায় কলেজ ছাত্র রাজীবের হাত হারানোর ঘটনায় গ্রেফতারকৃত বিআরটিসি এবং স্বজন বাসের চালককে দুইদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুইদিনের রিমান্ড শেষে স্বজন বাসের চালক মোঃ খোরশেদ ও বিআরটিসির চালক মোঃ ওয়াহেদ আলীকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আফতাব আলী। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। অন্যদিকে ওয়াহেদের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ ইউনুস ও খোরশেদের পক্ষে হেলাল উদ্দিন পাটোয়ারী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মকবুলুর রহমান জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আসামিদের কারাগারে পাঠিয়ে আগামী ১০ এপ্রিল জামিন শুনানির দিন রাখেন বলে জানান এসআই মকবুলুর।
×