ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্যকে পাকড়াও

প্রকাশিত: ০৫:৪৫, ৯ এপ্রিল ২০১৮

ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্যকে পাকড়াও

জনকণ্ঠ ডেস্ক ॥ ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্যকে দিনাজপুর, বগুড়া ও টাঙ্গাইল থেকে আটক করেছে র‌্যাব। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার পাঠানো- স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুরে র‌্যাব সদস্যদের অভিযানে ভুয়া প্রশ্নপত্র বিতরণ ও বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে খানসামা থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের হয়েছে। স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস জানায়, বগুড়ার ধুনট উপজেলা থেকে র‌্যাব ভুয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য মাহবুব আলম (২৪) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে। প্রশ্নপত্র ফাঁসের প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনসহ শনিবার রাতে র‌্যাব তাকে গ্রেফতার করে। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে চলতি এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের এক প্রতারক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। শনিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার ফতেপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাউছার রহমান (২১) শাহাদত হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার কাউছার রহমান তার ব্যবহৃত মোবাইলে হোয়াটস এ্যাপস এবং ফেসবুক মেসেঞ্জার-এর মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করত। শনিবার রাতে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
×