ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদার জামিন স্থগিতে আপীল ॥ দুদকের সারসংক্ষেপ দাখিল

প্রকাশিত: ০৫:৪৩, ৯ এপ্রিল ২০১৮

 খালেদার জামিন স্থগিতে আপীল ॥ দুদকের সারসংক্ষেপ দাখিল

স্টাফ রিপোর্টার ॥ জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আপীলের সারসংক্ষেপ সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাইকোর্টের দেয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে আপীলের সারসংক্ষেপ জমা দিয়েছি। আবেদনটি ২৮ পৃষ্ঠার’। আপীল বিভাগ দুই সপ্তাহের মধ্যে এ মামলার আপীলের সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী রবিবার মামলার সারসংক্ষেপ দাখিল করলাম’। এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে হত্যার মামলায় গ্রেফতার দেখিয়েছে কুমিল্লার একটি আদালত। অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ জুন দিন ধার্য করেছেন আদালত। রবিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা তা পেছানোর জন্য আবেদন করেন। পরে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ৬নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লব সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আপীলের সার সংক্ষেপ সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে। এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুনীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ড. আকতারুজ্জামান। এ মামলার অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদ- দেন আদালত। কুমিল্লার মামলায় গ্রেফতার দেখানো হলো ॥ কুমিল্লা থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। এছাড়া আগামী ১০ এপ্রিল তার জামিন আবেদনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। রবিবার কুমিল্লার ৫নং আমলী আদালতের বিচারক ও সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ্ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ আদালতে খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা প্রত্যাহার ও জামিন আবেদন দাখিল করা হয়েছিল। আদালত রাষ্ট্রপক্ষকে খালেদা জিয়াকে কেন হাজির করা হয়নি জানতে চাইলে রাষ্ট্রপক্ষ জানায়, খালেদা জিয়ার অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এছাড়া গত ১২ মার্চ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার ৫নং আমলী আদালতের বিচারক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ২৮ মার্চ আদালতে হাজিরার নির্দেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী এ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত এবং একইসঙ্গে আগামীকাল ১০ এপ্রিল তার জামিন আবেদনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ২০ দলীয় জোটের টানা অবরোধের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ওই বাসের ৮ জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে ৩ জন মারা যান, ৫ জনকে চার্জশীট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশীট দাখিল করেন। খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ জুন ॥ রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ জুন দিন ধার্য করেছেন আদালত। রবিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা তা পেছানোর জন্য আবেদন করেন। পরে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ৬নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লব সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা ছোড়া হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী। ওই ঘটনার পরদিন ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপার্সনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল ও চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
×