ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোরো মৌসুমে ৯ লাখ মে. টন চাল ও দেড় লাখ মে. টন ধান কিনবে সরকার

প্রকাশিত: ০৫:৪০, ৯ এপ্রিল ২০১৮

বোরো মৌসুমে ৯ লাখ মে. টন চাল ও দেড় লাখ মে. টন ধান কিনবে সরকার

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন বোরো মৌসুমে ৯ লাখ মেট্রিক টন চাল এবং দেড় লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভ্যন্তরীণ বাজার থেকে ২৬ টাকা কেজি ধান এবং ৩৮ টাকা দরে এই চাল সংগ্রহ করা হবে। আগামী ২ মে থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট ২০১৮ পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে রবিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এবার প্রতি কেজি বোরো ধান উৎপাদনে ২৪ টাকা ও চাল উৎপাদনে ৩৬ টাকা খরচ হয়েছে। গত বছর ধানের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২২ টাকা এবং চালের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ৩১ টাকা। এবার ৯ লক্ষ মেট্রিক টন চালের মধ্যে ১ লক্ষ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ হবে। প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য হবে ৩৭ টাকা। উল্লেখ্য, গত বছর ৩৪ টাকা দরে ৮ লক্ষ মেট্রিক টন চাল এবং ২৪ টাকা দরে ৭ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করার টার্গেট নিয়েছিল সরকার। সভায় সিদ্ধান্ত অনুযায়ী সংগ্রহ কার্যক্রম আগামী ২ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০১৮ পর্যন্ত চলবে। বর্তমানে খাদ্য মজুদ আছে ১২ লাখ ৯৮ হাজার মে. টন। এ বছর বোরো চালের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯০ লক্ষ মে. টন। খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ কমিটির সদস্যরা ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
×