ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদিতে জঙ্গী হামলায় সৈন্য নিহত

প্রকাশিত: ০৫:২৬, ৯ এপ্রিল ২০১৮

সৌদিতে জঙ্গী  হামলায়  সৈন্য নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সন্দেহভাজন জঙ্গীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় সৌদি আরবের কাতিফ প্রদেশে এক সৈন্য নিহত হয়েছেন। কাতিফের আল আওয়ামিয়া শহরে এ ঘটনা ঘটেছে বলে শনিবার আল আরাবিয়া টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে নিহত সেনা কর্মকর্তার নাম আহমেদ হাসান আল জাহরানি এবং তিনি ‘চরমপন্থীদের দ্বারা’ নিহত হয়েছেন বলে বলা হলেও বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এতে আরও বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চলাকালে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের চক্রান্ত বানচাল করে দিয়েছে।’ সৌদি আরবের তেল সমৃদ্ধ প্রদেশ কাতিফে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। বাদশা শাসিত সৌদি সুন্নি সরকার তাদের বঞ্চিত করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে শিয়ারা। ২০১১ সাল থেকে প্রদেশটির শিয়ারা প্রায়ই সরকার বিরোধী বিক্ষোভ করে আসছিল। এসব বিক্ষোভের অধিকাংশই ছিল শান্তিপূর্ণ। অপরদিকে তাদের সম্প্রদায়ের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে অভিযোগ করে আসা ক্ষুব্ধ শিয়া চরমপন্থীরা সৌদি নিরাপত্তা বাহিনীর ওপর প্রায়ই প্রাণঘাতী হামলা চালাচ্ছিল।
×