ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পানির অপচয় রোধে ডিএমএ পদ্ধতি চালু করেছে ওয়াসা

প্রকাশিত: ০৫:২২, ৯ এপ্রিল ২০১৮

পানির অপচয় রোধে ডিএমএ পদ্ধতি চালু করেছে ওয়াসা

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা ওয়াসা রাজধানীর সব পানির পাইপ লাইন পরিবর্তন করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার সেবা সংস্থাগুলোর মধ্যে সর্বপ্রথম ডিএমএ (ডিটেইলড মিটারড এরিয়া) পদ্ধতি চালু করেছে। এর ফলে পানির অপচয় বা সিস্টেম লস শতকরা ৫-৭ ভাগ নেমে এসেছে। যা পূর্বে শতকরা ৪০ ভাগ ছিল। এডিপি অর্থায়নে শতভাগ পাইপ লাইন পরিবর্তন প্রকল্পের কাজ প্রায় শতকরা ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ চলমান রয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সরকারী কাজে ঠিকাদারদের গাফিলতির প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব ঠিকাদারের কাজের অগ্রগতি সন্তোষজনক নয়, কাজ শুরু করার পর যারা কাজ ছেড়ে যান- তারা শাস্তির মুখোমুখি হন। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। সুনির্দিষ্ট কোন ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের কন্ট্রাক বাতিল ও জামানতের টাকা বাজেয়াফত করা হবে। সরকার দলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারাদেশে সমবায় সমিতি সংকুচিত হচ্ছে না, বরং দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশের অর্থনৈতিক উন্নয়নে সারাদেশে ১ লাখ ৭৯ হাজার ৭৭৭টি সমবায় সমিতি কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। কোন সমবায় সমিতির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, পল্লী, নগর ও ক্ষুদ্রাকার পানি সম্পদ অবকাঠামো উন্নয়ন কর্মকা-ের পাশাপাশি দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলা, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের মতো কার্যক্রমসমূহ এলজিইডিকে সার্বজনীন উন্নয়ন সংস্থায় পরিণত করেছে। তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের এলজিইডি প্রতিবছর অবকাঠামো নির্মাণের মাধ্যমে যে সম্পদ তৈরি করছে, উন্নয়নকে টেকসই করতে প্রতিবছর রাজস্ব বাজেট ও উন্নয়ন প্রকল্পে এসব অবকাঠামো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় এলজিইডি পরিবেশবান্ধব ও জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণেও কাজ করছে।
×