ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃত্রিম বুদ্ধিমত্তা হবে অমর স্বৈরশাসক

প্রকাশিত: ০৫:২১, ৯ এপ্রিল ২০১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা হবে  অমর স্বৈরশাসক

শীঘ্রই নিয়ন্ত্রণে না আনলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অমর স্বৈরশাসকে’ পরিণত হবে। তাদের হাত থেকে মানুষ কোনভাবেই মুক্তি পাবে না, এমন সতর্কবার্তা জারি করেছেন টেসলা আর স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক। সম্প্রতি এআই নিয়ে করা এক ডকুমেন্টারিতে মাস্ক বলেন, ‘কোন খারাপ স্বৈরশাসক এলে, ওই মানুষটি অন্তত মারা যাবেন। কিন্তু এআই-এর কোন মৃত্যু নেই। এটি সারাজীবন বাঁচবে, আর আপনারা পাবেন এক অমর স্বৈরশাসক। এ থেকে আপনারা কখনও পালাতে পারবেন না।’ তিনি বলেন, ‘এআই-এর যদি কোন লক্ষ্য থাকে আর মানবজাতি এখন যেভাবে আছে সেভাবেই থাকে, তবে এটি অবশ্যই এ নিয়ে কিছু না ভেবেই মানবজাতিকে ধ্বংস করে দেবে। এতে এর কোন বাজে অনুভূতি হবে না।’ ‘ডু ইউ ট্রাস্ট দিস কম্পিউটার’ নামের এই ডকুমেন্টারিতে পরিচালক ক্রিস পেইনকে মাস্ক এসব কথা বলেন। এর আগে পেইন ‘হু কিলড দ্য ইলেকট্রিক কার’ নামের এক অনুষ্ঠানে মাস্কের সাক্ষাতকার নিয়েছিলেন পেইন। নানা ধরনের উদ্ভাবনী ধারণার প্রবর্তক মার্কিন প্রকৌশলী ও ধনকুবের মাস্ক বরাবরই এআই-এর একজন সমালোচক। এটি নিয়ন্ত্রণে আনার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছেন তিনি। সম্প্রতি এক টুইটে তিনি বলেন, মানুষের উচিত এআই নিয়ে উত্তর কোরিয়ার ঝুঁকির চেয়েও বেশি সতর্ক হওয়া। এর আগে তিনি একাধিকবার এআই-এর কারণে মানুষের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়ার কথা বলেছেন। এমনকি এ নিয়ে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গের সঙ্গে বিবাদেও জড়িয়েছেন।-আইএএনএস
×