ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তথ্য চুরির সূত্র জানাবে ফেসবুক

প্রকাশিত: ০৫:০৪, ৯ এপ্রিল ২০১৮

তথ্য চুরির সূত্র জানাবে ফেসবুক

ব্রিটিশ পলিটিক্যাল কনসালটিং ফার্ম ‘ক্যামব্রিজ এ্যানালিটিকা’ ফেসবুক ব্যবহারকারীদের তথ্য পাবে কি না সেই প্রশ্নের উত্তর দেয়ার এখনও সময় আসেনি। তবে এখনও যারা বুঝতে পারেননি কীভাবে তাদের তথ্য চুরি হয়েছে, তাদের তথ্য চুরির ব্যাপারে প্রাথমিক সূত্র জানাবে ফেসবুক। সোমবার ক্ষতিগ্রস্ত দুই দশমিক দুই বিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর সবাইকে ‘প্রটেক্ট ইওর ইনফরমেশনস’ শিরোনামে নোটিস দেয়া হবে। শুধু তাই নয়, নিউজ ফিডে তারা লিঙ্কও পাবেন, কোন এ্যাপ ব্যবহার করায় তাদের তথ্য বেহাত হয়েছে। ফেসবুক আরও বলছে, যদি ফেসবুক ব্যবহারকারী চান তাহলে তারা নিজেরাই ‘থার্ড-পার্টি এ্যাকসেস’ বন্ধ করে দিতে পারবেন। এর বাইরে যে ৮৭ মিলিয়ন ব্যবহারকারী- ধারণা করা হচ্ছে যাদের তথ্য হয়ত ক্যামব্রিজ এ্যানালিটিকার হাতে পৌঁছে গিয়ে থাকতে পারে, তাদের আরও বিস্তারিত বার্তা দেয়া হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×