ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্ড ছাড়বে আইসিবি

প্রকাশিত: ০৫:০২, ৯ এপ্রিল ২০১৮

বন্ড ছাড়বে আইসিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আইসিবি দুই হাজার কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। বন্ডের নাম আইসিবি সাব-অর্ডিনেটেড বন্ড। প্রতিষ্ঠানটি বাংলোদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে। বন্ডটি কুপন বেয়ারিং, নন-কনভারটেবল ও রিডেমবল। এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এটি নন-লিস্টেড বন্ড। এই বন্ডের ফেসভ্যালু ও ইস্যু ভ্যালু প্রতিইউনিট ১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন একজন ব্যক্তি এক কোটি টাকায় একটি বন্ড ইস্যু করতে পারবে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সর্বনিম্ন ৫টি বন্ড ৫ কোটি টাকায় ইস্যু করতে পারবে। -অর্থনৈতিক রিপোর্টার
×