ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বাউল সাধক রশিদ উদ্দিনের ১২৯তম জন্মোৎসব

প্রকাশিত: ০৪:৫৬, ৯ এপ্রিল ২০১৮

নেত্রকোনায় বাউল সাধক রশিদ উদ্দিনের ১২৯তম জন্মোৎসব

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা পৌরসভার বাহিরচাপড়া গ্রামে বুধবার রাতে বাউল সাধক রশিদ উদ্দিনের ১২৯তম জন্মবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাউল রশিদ উদ্দিনের বাড়িতে তার পরিবার ও স্থানীয় এলাকাবাসী যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল-বাউল কবি রশিদ উদ্দিনের কবর জিয়ারত, তার জীবন ও কর্মের ওপর আলোচনা এবং বাউল গানে রাত আটটায় বাউল রশিদ উদ্দিনের পুত্র আবু আনসার কালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোক হিসেবে বক্তব্য রাখেন- রাজুরবাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি আলোচনা করেন লোকজ সংস্কৃতি ভিত্তিক সংগঠন শিকড়ের সভাপতি আফম রফিকুল ইসলাম আপেল, বাউল তরীর সভাপতি শেখ মফিজুর রহমান এবং সঞ্জয় সরকার। পরে গভীর রাত পর্যন্ত একক ও মালজোড়া বাউল গান পরিবেশন করেন বাউল সালাম সরকার, অন্তর সরকার, আজাদ মিয়া, গোলাম মৌলা, আবদুল হালিম, বছির সরকার, উমেদ আলী, লিজা সরকার, শেফালী সরকারসহ আরও অনেকে। নেত্রকোনা ছাড়াও দেশের নানা অঞ্চলের বাউল এবং বাউল সঙ্গীতানুরাগীরা এ উৎসবে যোগ দেন। বাউল সাধক রশিদ উদ্দিন ১৮৮৯ সালের ২১ জানুয়ারি নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামে জন্মগ্রহণ করেন। নেত্রকোনাসহ পূর্ব ময়মনসিংহের বাউলদের পথিকৃৎ ছিলেন তিনি। এ অঞ্চলে ‘মালজোড়া বাউল গান’ নামক যে ধারাটি বিদ্যমান- এর অন্যতম প্রবর্তকও ছিলেন রশিদ উদ্দিন। ‘মানুষ ধর মানুষ ভজ, শান বলিরে পাগল মন’, ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া’, ‘সোয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’সহ এ রকম আরও অসংখ্য গান রচনা করেছেন তিনি। প্রখ্যাত বাউল শাহ আবদুল করিমসহ দেশের স্বনামধন্য অনেক বাউল তার শিষ্য ছিলেন। তিনি ১৯৬৪ সালের ১০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচিত্রে বারী সিদ্দিকীর কণ্ঠে গাওয়া ‘মানুষ ধর মানুষ ভজ’ গানটির জন্য তিনি (রশিদ উদ্দিন) ১৯৯৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
×