ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশংসিত পরীমনির ‘স্বপ্নজাল’

প্রকাশিত: ০৪:৫৫, ৯ এপ্রিল ২০১৮

প্রশংসিত পরীমনির ‘স্বপ্নজাল’

স্টাফ রিপোর্টার ॥ গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে শুক্রবার। সাধারণ দর্শকেরা দেখার আগে বৃহস্পতিবার রাতে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপেক্স প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি একটি প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। উপস্থিত দর্শকের প্রায় সবাই চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হয়। তাদের বেশির ভাগের মন্তব্য, বহুদিন পর অসাধারণ একটা চলচ্চিত্র দেখলাম। চলচ্চিত্র দেখা শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পরীমনি বলেন, আমি আসলে বুঝতে পারছি না, কেমন লাগছে। না না, আমি বুঝতে পারছি কিন্তু বোঝাতে পারছি না। ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রটিকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নে পরীমনি বলেন, এই চলচ্চিত্র আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি কে, আমাকে কী করতে হবে। আড়াইটা বছর ‘স্বপ্নজাল’ নিয়ে আমার লম্বা একটা ভ্রমণ ছিল, শুভ্রাকে নিয়ে, শুভ্রার জীবন নিয়ে। ভেবেছি, আজকে ছবিটি দেখার পর হয়তো এই জীবনের শেষ হবে। কিন্তু তা হয়নি। আমি শুভ্রাতেই থাকব। এটা অনেক বেশি আনন্দের। ছবিটি দেখতে সস্ত্রীক এসেছিলেন অভিনেতা, চিত্রশিল্পী, লেখক ও নির্দেশক আফজাল হোসেন। চলচ্চিত্র দেখে বেরিয়ে যাওয়ার সময় তিনি তার মুগ্ধতার কথা বললেন এভাবেই, ছবিটি আমার ভাল লেগেছে। এই ছবির অনেক ইতিবাচক দিক আছে। অভিনয়শিল্পীদের সবাই তো সবার জায়গা থেকে খুব ভাল অভিনয় করেছে। নির্মাতা মোরশেদুল ইসলামও ‘স্বপ্নজাল’ ছবিতে মুগ্ধ। অল্প কথায় বললেন, দারুণ একটা চলচ্চিত্র বানিয়েছে সেলিম। এই চলচ্চিত্র দেখে সবাই মুগ্ধ হবেই। এমন চলচ্চিত্রের কথা দর্শকের জানাতে হবে। নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ ‘স্বপ্নজাল’ দেখে মুগ্ধ হয়েছেন। পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত ‘স্বপ্নজাল’ ছবিটি দেখতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন ব্যাংকার ফিরোজ আহমেদ। তিনি বলেন, আমি চাইব বাংলাদেশে এ রকম ছবি হোক। এই ধরনের ছবি বাংলা ছবির জয়ধ্বনি। খুবই চমৎকার একটা ছবি। পরীমনি নাম শুনেছি এত দিন, আজ তার চলচ্চিত্র দেখলাম, দারুণ অভিনয় করেছে। অপু চরিত্রে ইয়াশ রোহান একেবারেই নতুন, সেও তার জাত চিনিয়েছে। ফজলুর রহমান বাবু তো দুর্দান্ত। সবকিছুর শেষে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের প্রতি কৃতজ্ঞতা, এমন একটা চলচ্চিত্র দেখার সুযোগ করে দিয়েছেন। অভিনয়শিল্পী শিল্পী সরকার অপু ও নরেশ ভূঁইয়ার সন্তান ইয়াশ রোহান ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। প্রথম দর্শনে তিনি দর্শকের ভালবাসা আদায় করে নিয়েছেন। দর্শকের এমন ভালবাসায় মুগ্ধ অপু চরিত্রের ইয়াশ। সবার কাছে তার অনুরোধ, চলচ্চিত্রটি যেন প্রেক্ষাগৃহে এসে সবাই দেখেন। বললেন, আমরা সবাই এই চলচ্চিত্রের জন্য অনেক পরিশ্রম করেছি। আপনারা এসে দেখলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। আমরা একটা ভাল কাজ, ভাল গল্প বলার চেষ্টা করেছি। বেঙ্গল ক্রিয়েশনস প্রযোজিত ও অলটাইম নিবেদিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো শুরুর আগে একটি আনুষ্ঠানিকতা হয়। সেখানে উপস্থিত ছিলেন বেঙ্গল ক্রিয়েশনসের চেয়ারম্যান আবুল খায়ের, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ।
×