ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেজবা বাপ্পীর প্রথম একক এ্যালবাম ‘কথাগুলো গান হোক’

প্রকাশিত: ০৪:৫৫, ৯ এপ্রিল ২০১৮

মেজবা বাপ্পীর প্রথম একক এ্যালবাম ‘কথাগুলো  গান হোক’

স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার ২০১২ সালের ফাইনালিস্ট ছিলেন মেজবা বাপ্পী। সেই সময় থেকেই বিভিন্ন মিক্সড এ্যালবাম, জিঙ্গেল, নাটকের গান এবং দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নিজের এ্যালবামের জন্য কাজ করে গেছেন অনেক আগে থেকেই। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘কথাগুলো গান হোক’ শিরোনামে বাপ্পীর প্রথম একক এ্যালবাম রিলিজ হয়েছে। এ্যালবামের তিনটি গান লিখেছেন বাপ্পী নিজেই। এছাড়া মিউজিক কম্পোজার বর্ণ চক্রবর্তী, নাহিদ হাসান, শাফায়েত বাধন এবং কবি নির্মলেন্দু গুণের মেয়ে মৃত্তিকা গুণ। গানগুলোর সুর করেছেন বাপ্পী নিজেই। আর এ্যালবামটির সঙ্গীত আয়োজন করেছেন বর্ণ চক্রবর্তী। নিজের এ্যালবাম প্রসঙ্গে বাপ্পি বলেন, আমার কাছে গান মানে সুরে সুরে গল্প বলা। আর সেই গল্প বলার কথামালায় নিঃশ্বাসের বুনন প্রতিটা শব্দে সেই আকাশ বন্দী কথাগুলোই আজ সময়ের প্রবাহে ভালবাসায় সুর হয়ে গান হয়েছে। নিজের স্বাধীন ভাবনাগুলো এবং নিজের কথাগুলো সবার কাছে পৌঁছে দেয়ার প্রচেষ্টা এ্যালবাম ‘কথাগুলো গান হোক’। বাপ্পী জানান, এ্যালবামে দ্বৈত গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌমিতা এবং ক্ষুদে গান রাজ ২০০৯ সালের চ্যাম্পিয়ন নুসরাত প্রান্তি। নতুন একক এ্যালবামটি হিউজ স্টুডিও’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এছাড়াও গানগুলো জিপি মিউজিক, রবি ইউন্ডার এবং বাংলালিংক ডাইভে শ্রোতাদের জন্য অবমুক্ত করে দেয়া হয়েছে। খুব শীঘ্রই এ্যালবামের গানগুলো মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। যা হিউজ স্টুডিও’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এ্যালবাম প্রসঙ্গে সঙ্গীত পরিচালক বর্ণ চক্রবর্তী বলেন, মেজবা বাপ্পি ভীষণ মেধাবী একজন শিল্পী, আমি অনেক শিল্পীর সঙ্গেই কাজ করেছি, কিন্তু মেজবা বাপ্পির কাজ করার ধরন আলাদা, সে তার গায়কি, তার গানের কথা, সুর সবকিছুতেই খুব পরিচ্ছন্নতা রাখে, আর সেটাই আমাকে মুগ্ধ করে। এই এ্যালবামের প্রতিটি গান বাপ্পি তার মন প্রাণ দিয়ে গেয়েছে। আমি বিশ্বাস করি, ‘কথাগুলো গান হোক’ এ্যালবামটির গানগুলো স্রোতারা সবসময় মনে রাখবেন। আমি আমার রেকর্ড লেবেল হিউজ স্টুডিও থেকে এ্যালবামটি প্রকাশ করতে পেরে ভীষণভাবে গর্বিত।
×