ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আত্মসমর্পণ করলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা

প্রকাশিত: ০৪:৪৯, ৯ এপ্রিল ২০১৮

আত্মসমর্পণ করলেন  ব্রাজিলের সাবেক  প্রেসিডেন্ট লুলা

ফেডারেল বিচারকের বেঁধে দেয়া সময় পেরিয়ে যাওয়ার একদিন পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দুর্নীতির দায়ে ১২ বছর দন্ড পাওয়া ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা। সাও পাওলোর নিকটবর্তী সাও বের্নান্দো দু কাম্পো শহরের স্টিলওয়ার্কার্স ইউনিয়ন ভবনের বাইরে এসে পুলিশের হাতে তিনি ধরা দেন। ওই কার্যালয়েই কয়েকদিন ধরে অবস্থান করছিলেন ৭২ বছর বয়সী এ রাজনীতিক। শনিবার আত্মসমর্পণের পর কিউরিটিবার পুলিশ সদর দফতরে তাকে নিয়ে যাওয়া হয়। নিম্নবিত্ত ও শ্রমিকদের মধ্যে তুমুল জনপ্রিয় লুলার এ আত্মসমর্পণের মধ্য দিয়ে ব্রাজিলে তৈরি হওয়া দুই দিনের উত্তেজনাকর পরিস্থিতির অবসান হলো। -বিবিসি
×