ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সের্গেই স্ক্রিপালকে স্বাভাবিক জীবনে ফেরাতে চায় ব্রিটেন

প্রকাশিত: ০৪:৪৯, ৯ এপ্রিল ২০১৮

সের্গেই স্ক্রিপালকে  স্বাভাবিক জীবনে  ফেরাতে চায় ব্রিটেন

বিষাক্ত রাসায়নিক গ্যাস প্রয়োগে হত্যা চেষ্টার শিকার রাশিয়ার সাবেক গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে নতুন পরিচিতি এবং আমেরিকায় নতুনভাবে বেঁচে থাকার প্রস্তাব দেবে বলে ব্রিটেন বিবেচনা করছে। তাদের আবারও হত্যা চেষ্টা থেকে রক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হচ্ছে। সানডে টাইমস রবিবার এ কথা বলেছে। গার্ডিয়ান পুলিশ কর্মকর্তারা ব্রিটেনের স্যালিসবারিতে সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপালের বাড়ির আশপাশ এলাকা ঘিরে রেখেছে। স্যালিসবারিতে গত মাসে বিষাক্ত গ্যাস প্রয়োগে হত্যা চেষ্টার শিকার স্ক্রিপাল ও তার মেয়েকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য সিআইএয়ের আলোচনা চালাচ্ছে এমসিক্সটিন গোয়েন্দা সংস্থা। পত্রিকাটি জানায়, এর সূত্রগুলো মনে করে ব্রিটেন তথাকথিত গোয়েন্দা অংশীদারিত্বের সংশ্লিষ্ট ফাইভ আইস দেশগুলোর যে কোন একটিতে তাদের পুনর্বাসন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় ব্রিটেন। ফাইভ আইসভুক্ত দেশগুলো হচ্ছে। ব্রিটেন ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তাদের পুনর্বাসনের জন্য যুক্তরাষ্ট্রই স্পষ্ট নিরাপদ স্থান বলে মনে করা হচ্ছে।
×