ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে হামলা

প্রকাশিত: ০৪:৪৩, ৯ এপ্রিল ২০১৮

পাবনায় মুক্তিযোদ্ধা  কমান্ডারের বাড়িতে  হামলা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৮ এপ্রিল ॥ আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকিও দিয়েছেন তারা। জেলার আমিনপুর থানার জাতসাকীনি ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার নেতৃত্বে ছিলেন ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রওশন আলী। হামলার শিকার পাবনার বেড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান জানান, শনিবার স্থানীয় স্কুল পড়ুয়া ছেলেদের একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য আজিজুর রহমান আরজু একটি বৈঠক করেন। সেখানে বাচ্চাদের শাসন করে আর মারামারি না করার কথা বলে সালিশ শেষ করেন। বৈঠক শেষ হওয়ার পরে জাতসাকিনী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রওশন আলী ও তার বড় ছেলে আল আমিনের নেতৃত্বে দলবলসহ তার বাড়িতে হামলা করে। এ সময় তারা বাড়িতে ব্যাপক ভাংচুর করে এবং রাম দা দিয়ে বাড়ির বিভিন্ন স্থানে কুপিয়ে চলে যায়। এ সময় তারা তাকে জবাই করে হত্যা করারও হুমকি দিয়েছেন। তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে তিনি ঘটনাটি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। জাতসাকিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা।
×