ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে চার বিএনপি নেতা কারাগারে

প্রকাশিত: ০৪:৪১, ৯ এপ্রিল ২০১৮

যশোরে চার বিএনপি নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে বিএনপির চার নেতাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। এরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, নগর সভাপতি ও যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, জেলা কমিটির সাবেক সভাপতি মরহুম নয়ন চৌধুরীর ছেলে রফিকুল ইসলাম মুল্লুক চান এবং ব্যবসায়ী নেতা সাজেদুর রহমান সুজা। দলটির নেতারা জানান, বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর মিছিল করার ‘অপরাধে’ বিএনপি নেতাকর্মী ও দলটির সমর্থক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ একযোগে বিভিন্ন থানায় নাশকতার মামলা করে। ওই চার নেতা তিনটি থেকে ছয়টি মামলার আসামি হন। তারা উচ্চ আদালতে হাজির হয়ে চার সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী জামিনের মেয়াদ শেষে রবিবার সকালে তারা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেনের আদালতে হাজির হন। আদালতে বিএনপি নেতাদের পক্ষে এ্যাডভোকেট মুহম্মদ ইসহাক, দেবাশীষ দাসসহ বিপুলসংখ্যক আইনজীবী দাঁড়ান। তারা নেতাদের জামিনের প্রার্থনা করেন। কিন্তু আদালত জামিন আবেদন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
×