ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কচুয়ায় বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৪১, ৯ এপ্রিল ২০১৮

কচুয়ায় বসতবাড়ি  উচ্ছেদের প্রতিবাদে  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৮ এপ্রিল ॥ কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের দাস বাড়ি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। মাঝিগাছা গ্রামের বল্লব দাসের বাড়ির বসতঘর, পূজা মন্দির, রান্নাঘরসহ ১০টি ঘর উচ্ছেদ ও ধানের ফসল কেটে ফেলার ঘটনায় রবিবার সকালে এলাকাবাসী, উপজেলা পূজা উদযাপন কমিটি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি দাস বাড়ি সংলগ্ন মাঝিগাছা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়। এলাকাবাসীর দাবি অসহায় বল্লব দাসের পরিবারকে পার্শ্ববর্তী বুধুন্ডা গ্রামের মানিক গং মিথ্যা মামলা দিয়ে তার বাড়ি উচ্ছেদ করে। আদালতের একতরফা রায়ে আমাদের বাড়িঘর উচ্ছেদ করায় আজ আমরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনি ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক বিকাশ সাহা।
×