ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ২২

প্রকাশিত: ০৪:৪১, ৯ এপ্রিল ২০১৮

ভাঙ্গায় এমপির  সমর্থকদের মধ্যে  সংঘর্ষ ॥  আহত ২২

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ এপ্রিল ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ শর্টগানের ৪২টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে ভাঙ্গা উপজেলা পরিষদের সামনের এলাকায়। এ সংঘর্ষে উভয় পক্ষের ২২ জন আহত হন। সংঘর্ষের সময় সংসদ সদস্য মজিবুর রহমানের একটি রাজনৈতিক কার্যালয়, একটি বাড়ি ও দুটি দোকান ভাঙচুর করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা পরিষদের পাশে মজিবুর রহমানের সমর্থক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়ার বাড়ি। পাশেই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীনের বাড়ি। শাহীন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থক। উপজেলা পরিষদের কাছে স্বতন্ত্র সংসদ সদস্য ও কাজী জাফরউল্লার দুটি রাজনৈতক কার্যালয়ও রয়েছে। শনিবার বিকেলে শাহীনের এক আত্মীয় একটি গাড়ি নিয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে শাহিনের বাড়ি যাচ্ছিল। রাস্তার ওপর একটি টিন রাখা ছিল। তখন শাহীনের আত্মীয় টিনটি সরিয়ে নিতে বললে লিটন মিয়া তাকে অপমান করেন। এর জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের তিন শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় ২২ জন আহত হন।
×