ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোশাক শ্রমিক নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৪:৪০, ৯ এপ্রিল ২০১৮

পোশাক শ্রমিক নেতা হত্যা মামলায় একজনের  মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৮ এপ্রিল ॥ পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদ- দিয়েছে আদালত। তার নাম মোস্তাফিজুর রহমান (২৩)। সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া (পূর্বপাড়া) এলাকার সমসের কারিগরের ছেলে। রবিবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ দ-াদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতেই আদালত এই আদেশ দেন। নিহত আমিনুল ইসলাম বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক ও বাংলাদেশ গার্মেন্টস এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি গ্রামে। তার পিতার নাম মফিজ উদ্দিন আকন্দ। জানা যায়, ২০১২ সালের ৫ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন মহিলা কলেজের সামনের রাস্তা থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। লাশের পরিচয় জানার জন্য পুলিশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পরে ৭ এপ্রিল নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম পত্রিকায় ছবি দেখে আমিনুল ইসলামকে শনাক্ত করেন। উদ্ধার হওয়া লাশ সাভার-আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক নেতা আমিনুল ইসলামের। তিনি রফিকুল ইসলামের বড় ভাই।
×