ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পলিটেকনিক ছাত্রসহ নিহত দুই

প্রকাশিত: ০৪:৩৯, ৯ এপ্রিল ২০১৮

পলিটেকনিক ছাত্রসহ  নিহত দুই

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৮ এপ্রিল ॥ ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ ২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় চন্দ্রদীঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। রবিবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহত মর্জিনা বেগম (৪০) ও মন্টু শেখকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে। নিহতরা হলেনÑ গোপীনাথপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড টেকনোলজি বিভাগের ২য় পর্বের ১ম সেমিস্টারের ছাত্র কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের আনিচ মোল্লার ছেলে আশিকুর রহমান রেজা (১৭) ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের রুকু মোল্লা (৬২)। আহত ২০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে ওই সড়কের চন্দ্রদীঘলিয়ায় সড়ক অবরোধ করে। পরে তারা গোপীনাথপুরে সড়ক অবরোধ করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। . বগুড়ায় ৪ স্টাফ রিপোর্টার বগুড়া অফিস জানায়, রবিবার সকালে শাজাহানপুর উপজেলায় বগুড়া-নাটোর সড়কে রাণিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মৎস্য ব্যবসায়ী নিহত ও ২ জন আহত হয়েছে। নিহতরা হলো- গনেশ চন্দ্র (৪৫) ও রমজান আলী (৬০)। একটি দ্রুতগামী ট্রাক, সিএনজিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে এই দুঘর্টনা ঘটে। আহতদের বগুড়া রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৭টায় নাটোরের সিংড়া বাজার থেকে মাছ নিয়ে কয়েকজন মাছ ব্যবসায়ী সিএনজিচালিত অটোরিক্সায় বগুড়া আসছিল। পথে রানীরহাট এলাকা সংলগ্ন বয়রাদিঘী নামক স্থানে বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সযাত্রী গণেশ চন্দ্র মারা যায়। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রামে। আহত অবস্থায় অপর সিএএনজি যাত্রী রমজান আলীকে (৬০) বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।সে বগুড়া সদরের শশীবদনী এলাকার বাসিন্দা। অপরদিকে একই উপজেলার বেতগাড়ি এলাকায় রবিবার বিকেলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো- সাইদুর (৩৫) ও আছিয়া বেগম (৫০)। . রূপগঞ্জে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়িচাপায় আমির হোসেন মোল্লা (৫৫) নামে এক মুদিমনোহরী ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে ঘটে এ দুর্ঘটনা। নিহত আমির হোসেন মোল্লা উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকার মৃত সরাফত আলী মোল্লার ছেলে। . লালপুরে বৃদ্ধা সংবাদদাতা লালপুর থেকে জানান, নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রলির ধাক্কায় গমেজান বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা নিহত ও একজন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার বিলমাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গমেজান উপজেলার নাগশোষা গ্রামের কেরামত আলীর স্ত্রী।
×