ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে প্রভাষক হত্যাকারীর দ্রুত শাস্তি দাবি

প্রকাশিত: ০৪:৩৫, ৯ এপ্রিল ২০১৮

সুনামগঞ্জে প্রভাষক  হত্যাকারীর দ্রুত শাস্তি দাবি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৮ এপ্রিল ॥ সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রোববার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তার ভাই সিলেট মদন মোহন কলেজ এ্যান্ড বিশ্ব বিদ্যালয়ের প্রভাষক সুয়েবুর রহমান এ দাবি জানান। তিনি তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানিয়ে আরও বলেন, মামলার এজহারভুক্ত আসামিদের সঙ্গে যোগসাজশে কোন আসামি ধরছেন না তদন্ত কর্মকর্তা অনির্বান বিশ্বাস। এমনকী স্থানীয় জনতা এই সন্ত্রাসীদের আটক করে পুলিশে খবর দিলেও পুলিশ আসামিকে আনতে যায়নি। স্থানীয়রা ছেড়ে দিতে বাধ্য হয়। পুলিশের সঙ্গে আসামিদের গোপন আঁতাতের অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য আরও বলেন, খুনী আব্দুর রাজ্জাক সহ অন্য আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রসী। এদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে চায় না তারা দম্ভ করে বলে দিনে দুপুরে খুন করলেও কিচ্ছু করতে পারছে না কেউ। বরং আমাদের সঙ্গে পুলিশের সখ্য আরও বৃদ্ধি পেয়েছে। আমি এ বিষয়ে সরকারের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে নৃশংসভাবে খুন হন প্রভাষক আবু তৌহিদ।
×