ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়ে বিয়ে না দেয়ায় বাবার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:৩৫, ৯ এপ্রিল ২০১৮

মেয়ে বিয়ে না দেয়ায়  বাবার বিরুদ্ধে  মামলা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ এপ্রিল ॥ মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পশ্চিম কেশালীডাঙ্গা গ্রামের অতিদরিদ্র শ্রমজীবী শহিদুল ইসলামের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, ব্যাংকের চেক ডিজঅনারের মিথ্যা ভিত্তিহীন অভিযোগে একাধিক হয়রানিমূলক মামলা করেছে প্রতিবেশী দাদন ব্যবসায়ী ও একাধিক বিবাহের হোতা ভুট্টু মিয়া। রবিবার শহিদুল ইসলাম তার অসহায় তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে গাইবান্ধা প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জসহ এলাকার সচেতন মানুষের এই অন্যায়ের প্রতিকার দাবি করেন ও দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে উল্লেখ করা হয়, সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের কর্মসৃজন প্রকল্পের কাজের মজুরী পরিশোধের কথা বলে অল্পশিক্ষিত শহিদুলের নামে অগ্রণী ব্যাংক কামারপাড়া শাখায় একটি সঞ্চয়ী হিসাব (০২০০০১১২৬৪২৯৪) নং খোলে। ওই হিসাব খাতের চেক বই ইস্যু করে নিয়ে ওই হিসাবে টাকা জমা দেয়ার মিথ্যা আশ্বাস প্রদান করে প্রতারণামূলকভাবে চেক বইয়ের ১০টি পাতায় টাকার অঙ্ক না লিখেই শহিদুলের স্বাক্ষর নিয়ে নেয়। পরে ভুট্টু মিয়াসহ অপর তিন ব্যক্তির নামে চেক ইস্যু করে ব্যাংকে জমা দিয়ে ভুট্টু মিয়া কৌশলে তা ডিজওনার করে নেয়। উল্লেখিত ৩টি চেকে বিদেশে লোক পাঠানোর কথা বলে শহিদুল প্রায় ১৭ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে আদালতে ৩টি মিথ্যা চেক ডিজওনার মামলা দায়ের করে। শহিদুল সহজসরল প্রকৃতির লোক বিধায় ভুট্টুর এই চক্রান্ত না বুঝেই শহিদুল স্বাক্ষর করে ও বিষয়টি পরিবার ও অন্য কোন লোককেও জানায়নি। এর কয়েকদিন পরে ভুট্টু মিয়া শহিদুলের বড় মেয়ে এইচএসসি রেশমা আকতারকে কলেজে যাতায়াতের পথে বিয়ের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। শহিদুল এই বিষয়ের প্রতিবাদ করলে ওই এলাকার দাদন ব্যবসায়ী অর্থ সম্পদশালী ভুট্টু মিয়া তাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিতে শুরু করে। সেইসঙ্গে ওই মেয়েকে বিয়ে না দেয়া পর্যন্ত নানা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয় এবং অপচেষ্টা চালায়। ফলে অসহায় দরিদ্র শহিদুল ইসলাম, স্ত্রী ও তার বিবাহযোগ্য ৩ মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় এবং হুমকির মধ্যে মানববেতর জীবনযাপন করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও তিন মেয়ে।
×