ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে সংঘর্ষ ॥ টেঁটাবিদ্ধ ১৮

প্রকাশিত: ০৪:৩৪, ৯ এপ্রিল ২০১৮

নরসিংদীতে সংঘর্ষ ॥  টেঁটাবিদ্ধ ১৮

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ মহিলাসহ উভয় পক্ষের ১৮ জন টেঁটাবিদ্ধ হয়েছে। সদর উপজেলার দুর্গম চর এলাকা করিমপুর ইউনিয়নের রসুলপুর ও শুটকিকান্দি গ্রামে রবিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ মেম্বারের সঙ্গে একই ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ কর্মী মমিন মিয়ার এলাকার প্রভাব বিস্তার নিয়ে বিরোধ মামলা পাল্টা মামলা চলে আসছিল। এরই জের হিসেবে ঘটনার দিন সকাল সাড়ে ১০টায় মমিন মিয়ার সমর্থক সাবাজ মেম্বারের নেতৃত্বে শুঁটকিকান্দি গ্রামের আশরাফ মেম্বারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় ৩ মহিলাসহ উভয় পক্ষের ১৮ জন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আঃ রউফ, সীমান মিয়া, ইসমাইল, সাদ্দাম হোসেন, রুবেল, জাহিদুল, আশরাফুল, মাফিয়া খাতুন, হোসনা বেগম, আঃ সালাম, আনছর আলী, মোর্শেদা বেগমকে নরসিংদী সদর হাসপাতালে এবং আঃ রহমান, একরাম হোসেনসহ অন্যদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। করিমপুর ইউপি চেয়ারম্যান হারিছ মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ এলাকার প্রভাব বিস্তার নিয়ে উল্লেখিত দুটি গ্রুপের মধ্যে বিরোধ মামলা পাল্টা মামলা চলে আসছিল। ইতোপূর্বে এলাকার ব্যবসায়ী আফজাল মনিরের নেতৃত্বে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও ব্যবসায়ী ও যুবলীগ কর্মী মমিনের সমর্থকরা প্রতিপক্ষকে উস্কানি দিয়ে আসছিল। উস্কানির জের হিসেবেই এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
×