ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডেভিস কাপে জেরেভকে হারালেন নাদাল

প্রকাশিত: ০৪:৩৩, ৯ এপ্রিল ২০১৮

ডেভিস কাপে জেরেভকে  হারালেন নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ ডেভিস কাপে স্পেনের আশা বাঁচিয়ে রাখলেন রাফায়েল নাদাল। রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা ৬-১, ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেন জার্মানির আলেক্সান্ডার জেরেভকে। এর ফলে ব্যবধান দাঁড়ায় ২-২। গত জানুয়ারিতে ইনজুরিতে পড়েন রাফায়েল নাদাল। এরপর থেকেই কোর্টের বাইরে ছিটকে পড়েন তিনি। তবে ডেভিস কাপে জয় দিয়েই ফেরেন স্প্যানিশ এই টেনিস তারকা। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে ফিলিপ কোলস্ক্রাইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে কোর্টে ফেরেন তিনি। সেই ম্যাচে সরাসরি সেটে জয় তুলে নিয়েছিলেন তিনি। কোলস্ক্রাইবারকে কোন রকম পাত্তা না দিয়েই ৬-২, ৬-২ এবং ৬-৩ গেমে জয় পেয়েছিলেন তিনি। রবিবার জেরেভের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিলেন এই স্প্যানিয়ার্ড। সেই সঙ্গে এই টুর্নামেন্টে ২৪তম জয় তুলে নেন তিনি। নাদালের জয় স্পেন-জার্মানির লড়াইয়ে আনে ২-২এ সমতা। পরের ম্যাচে ফিলিপ কোলস্ক্রাইবারের বিপক্ষে খেলতে নামবেন স্পেনের ডেভিড ফেরার। গত মাসের শেষ সপ্তাহে মায়ামি মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে অপ্রত্যাশিতভাবে হেরে যান সুইস টেনিস তারকা রজার ফেদেরারের। অস্ট্রেলিয়ার অখ্যাত থানাসি কোকিনাকিসের কাছে হার মানেন তিনি। আর তাতেই কপাল খুলে নাদালের। সেই হারের ফলে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা হারায় ফেড এক্সপ্রেস। তার জায়গায় শীর্ষস্থান দখল করে নেন রাফায়েল নাদাল। চলতি মৌসুমের শুরুটা দারুণভাবে করেছিলেন ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বাদ পান তিনি। এরপর রটারডাম এটিপি খেতাব জেতেন ফেদেরার। কিন্তু ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে দেল পোত্রোর কাছে হার মানেন তিনি। এরপর মায়ামি মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকেও বিদায় নেন ৩৬ বছর বয়সী ফেদেরার।
×